এই ইতিহাস মুবারক স্বর্ণ অক্ষরে লেখা থাকবে । সুবহানাল্লাহ!


 ৯০দিনব্যাপী মাহফিল উনার আয়োজন করা হয়েছে।
 সুমহান রাজারবাগ দরবার শরীফে।‌ সুবহানাল্লাহ! 
==================================
উক্ত মাহফিলের রুটিন- 
১ম ধাপে, ৪০ দিন প্রতিযোগিতা মাহফিল। 
২য় ধাপে, ২ দিন ছামা শরীফ মাহফিল।
৩য় ধাপে, ৪৫ দিন ওয়াজ শরীফ মাহফিল
৪র্থ ধাপে, ৩দিন ছামা শরীফ মাহফিল।
সুবহানাল্লাহ!

পবিত্র মাহফিল উপলক্ষে পবিত্র ১২ ই রবিউল আউয়াল শরীফ অর্থাৎ সাইয়্যিদু সাইয়্যিদিল আ'দাত শরীফ উপলক্ষে ১ লক্ষ ১২হাজার তবারুক উনার প্যাকেট করা হবে । শুধুমাত্র স্পটে বিতরণ করার জন্য।

উক্ত তবারুকে আপনি শরীক থেকে বর্তমান সংকট থেকে এবং দুনিয়া ও আখেরাতের মুক্তি লাভ করুন । বিকাশ নাম্বার ০১৭১৮ ৭ ৪০ ৭৪২
On this Tabaruk, you will get relief from the present crisis and the world and the hereafter. Bikash number 01718 7 40 742

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
لِيُنفِقْ ذُو سَعَةٍ مِّن سَعَتِهِ وَمَن قُدِرَ عَلَيْهِ رِزْقُهُ فَلْيُنفِقْ مِمَّا آتَاهُ اللَّهُ لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا مَا آتَاهَا سَيَجْعَلُ اللَّهُ بَعْدَ عُسْرٍ يُسْرًا 
অর্থ: বিত্তশালী ব্যক্তি তার বিত্ত অনুযায়ী ব্যয় করবে। যে ব্যক্তি তার রিযিকে সংকীর্ণতা অনুভব করে সে মহান আল্লাহ পাক উনার দেয়া রিযিক থেকে যেন ব্যয় করে। মহান আল্লাহ পাক তিনি যাকে যা দিয়েছেন, তদপেক্ষা বেশী ব্যয় করার আদেশ কাউকে করেন না। তাহলে অবশ্যই মহান আল্লাহ পাক তিনি কষ্টের পর সুখ দেবেন। (পবিত্র সূরা ত্বলাক্ব শরীফ, পবিত্র আয়াত শরীফ ৭)
এজন্য কারো যদি অভাব অনটন লেগে থাকে বা কেউ যদি রোগ-শোক, বালা-মুছিবত, মামলা মুকদ্দমা, আযাব গযব ইত্যাদীতে পতিত হয় ও নিজে পেরেশানীর মধ্যে থাকে এবং নিজেকে অভাবী ও অসচ্ছল মনে করে, তাহলে সে যেন সাথে সাথে তার সম্পদ থেকে সাধ্য মুতাবেক ছদক্বা করে এবং দান খয়রাত করে। মহান আল্লাহ পাক উনার দেয়া রিযিক থেকে ছদকা বা দান করলে তা বহুগুণে বৃদ্ধি পাবে। যেহেতু মহান আল্লাহ পাক তিনিই ওয়াদাই করেছেন। 
কাজেই বলা হয় তোমরা সংকীর্ণতা অনুভব করলে সাধ্যমত দান কর। তবে জেনে রাখা ভাল, যে দান করতে হলে হালাল সম্পদ দান করতে হবে এবং হালাল পথে ও নেককাজে দান করতে হবে। যেহেতু দান করা সুন্নত হালাল হওয়া ফরয। সুবহানাল্লাহ!

সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।

যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার 
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।

#90DaysMahfil
sm40.com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট