আমার পক্ষ থেকে আপনাকে
বিশেষ দাওয়াত !
মুখে নয় অন্তর থেকেই আপনার দাওয়াত।
===============================
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ মুবারক করেন,
الدين نصيحة.
অর্থ : “দ্বীন হচ্ছে নছীহত স্বরূপ।”
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুগণ জিজ্ঞাসা করলেন, কাদের জন্য? নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, “মহান আল্লাহ পাক উনার জন্য এবং মহান আল্লাহ পাক উনার প্রিয় রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য এবং মুসলমানের নেতৃস্থানীয় ব্যক্তিদের জন্য এবং সাধারণ মুসলমানদের জন্য।” (মুসলিম শরীফ, শরহে নববী, ফতহুল মুলহিম)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
العلم امام العمل.
অর্থ : “ইলম হচ্ছে আমলের ইমাম।”
বিখ্যাত কবি, জগদ্বরেণ্য সূফী সাধক, হযরত শায়খ সা’দী রহমতুল্লাহি আলাইহি উনার মশহুর কিতাব “কারীমাতে” উল্লেখ করেন যে,
کہ سے علم نتوان خدا راشنا خت-
অর্থ : ইলমহীন ব্যক্তি মহান আল্লাহ পাক উনাকে পরিপূর্ণ চিনতে পারেনা। অর্থাৎ পূর্ণ মা’রিফত মুহব্বত অর্জন করতে পারেনা।
যার কারণে আখেরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
طلب العلم فريضة على كل مسلم ومسلمة.
অর্থ : “প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য (জরুরত আন্দাজ) ইলম অর্জন করা ফরয।” (বায়হাক্বী শরীফ, মিশকাত শরীফ, মিরকাত শরীফ, লুময়াত, তা’লীকুছ ছবীহ, শরহুত ত্বীবী, মুযাহেরে হক্ব, আশয়াতুল লুময়াত)
এই সুমহান মাহফিল উনার একটা বিশেষ অংশ হচ্ছে ৪০দিনব্যাপী প্রতিযোগিতা মাহফিল। সুবহানাল্লাহ!
কি হয় সেই প্রতিযোগিতা মাহফিলে?
উত্তর: আমাদের সবার কিছু মনের চাওয়া থাকে
যেমন, আমরা চাই আমাদের আপন জনের জানাজার নামাজ পড়িয়ে দিতে । কিন্তু সেই চাওয়া অনেকেই আমরা সঠিক ভাবে আদায় করতে পারি না ।
তাই , জামানার ইমাম ও মুজতাহিদ ঢাকা রাজারবাগ শরীফ উনার শায়িখ আলাইহিস সালাম সেই চাওয়া টি যাতে মানুষ সঠিক ভাবে আদায় করতে পারে সে জন্য ৪০ দিনব্যাপী প্রতিযোগিতা মাহফিল উনার ব্যাবস্তা করলেন। সুবহানাল্লাহ!
সেই মাহফিলে মুলত মানুষ কিভাবে জানাযার নামাজ, বিতিরের নামাজ , জুমুয়ার নামাজ , আজান , ইকামতসহ অসংখ্য বিষয়ের উপর প্রতিযোগিতার ব্যাবস্তা করলেন। সুবহানাল্লাহ।
আসুন, আমরা সবাই সেই বরকতপূর্ণ নিয়ামতপূর্ন ছাকানাপুর্ন মাহফিলে আর্থিক ও শারীরিক খিদমতে অংশগ্রহণ করি দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাছিল করি । আমীন
বিকাশ নাম্বার, ০১৭১৮৭৪০৭৪২
নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হয় শুকরিয়া আদায় করলে নিয়ামত বৃদ্ধি হয় । সুবহানাল্লাহ! আর নাশুকর করলে নিয়ামত ছিনিয়ে নেওয়া হয় এবং কঠিন আজাবে গ্রেফতার করা হয়
After receiving the blessings, you have to give thanks for the blessings. If you give thanks, the blessings increase. Subhanallah! And those who commit adultery are deprived of their blessings and arrested with severe punishment
সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।
যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।
#90DaysMahfil
sm40.com