১২ই রবিউল আউয়াল শরীফ উনার সম্মানার্থে-৯০দিনব্যাপী মাহফিল। সুবহানাল্লাহ!


১২ই রবিউল আউয়াল শরীফ উনার সম্মানার্থে-৯০দিনব্যাপী মাহফিল। সুবহানাল্লাহ!
================================
তাই, আসুন আমরা যিনি খলিক, মালিক, রব, মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক হাসিলের উদ্দেশ্যে আমরা এই মাহফিলে আর্থিক ও শারীরিকভাবে অংশগ্রহণ করি । সুবাহানাল্লাহ! 
কারণ, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনি হচ্ছেন সারা কায়িনাতের রহমত । সুবহানাল্লাহ! আর রহমত ছাড়া মানুষ কখনোই কামিয়াবী হাসিল করতে পারেনা । 

যেমন, মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,

وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ

অর্থ: হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ! আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ প্রেরন করেছি। (সূরা আম্বিয়া ১০৭)

You will in no way be deprived of the blessings of this beautiful festival.
Bkash no , 01718740742

সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।

যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার 
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।



শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট