কারামতে হযরত মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম-৪২


রংপুরের একজন পীরবোন উনার মেয়ের কিডনির ছাকনীতে ইনফেকশন হয়েছিল। অনেক চিকিৎসা করেও কিছু হয়নি। শরীর ফুলে অন্যরকম হয়ে গিয়েছিল। ডাক্তাররা বলেছিল, ইন্ডিয়ার চেন্নাইতে নিতে হবে। তখন উক্ত পীরবোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে দোয়া মুবারক চাইলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বললেন, তাকে এখানে আনা যায় না? তখন উক্ত পীরবোন উনার মেয়েকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে নিয়ে আসলেন। ছোহবত মুবারকে আসার পর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ফুঁ মুবারক দেন, দোয়া মুবারক করেন এবং তেল, পানি, কালোজিরা ব্যবহার করতে বলেন। এ সমস্ত কিছু ব্যবহারের ফলে এবং ছোহবত মুবারক ইখতিয়ার করার মাধ্যমে আস্তে আস্তে উক্ত পীরবোনের মেয়েটি সুস্থ হয়ে যায়। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
যামানার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার মহানতম নিয়ামত মুবারক। উনার মুবারক উসিলায় এবং সুমহান সম্মানার্থে মহান আল্লাহ পাক তিনি সমস্ত কঠিন অসুস্থতা থেকে সুস্থতা দান করেন। পৃথিবীর যে কোন ডাক্তারের পক্ষে যা কিনা অসম্ভব।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে এসে নুরুদ দারাজাত (ক্বদম) মুবারকে আবাদুল আবাদের ত্বরে কবুল করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট