কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৪১


এক ছাত্রীর খালার বেবী হওয়ার একমাস আগে উনার চেক আপ করার পর বেবীর ওজন অনেক কম ছিল এবং  মায়েরও কিছু সমস্যা ধরা পরে। যার কারণে ডাক্তার ইমারজেন্সি সিজারের কথা বলে। এরপর উক্ত পীরবোন আল-মুতমাইন্নাহ মা ও শিশু হাসপাতালে ভর্তি হন। কিন্তু রোগীর আহালের ইচ্ছা ছিল কয়েকদিনে বাচ্চার ওজন যেন বাড়ে এবং ওজন বাড়ার পর সিজার হয়। এদিকে তাদের আরেকটি ইচ্ছা ছিল কোন বিশেষ দিনে যেন বেবী সিজার হয়। এজন্য উক্ত পীরবোনের ভাগ্নি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসিলা দিয়ে দোয়া করতে থাকে। হাসপাতালে এডমিট হওয়ার কয়েকদিন পর ২০শে জুমাদাল উখরা শরীফ রোগীর শ্বাসকষ্ট বেড়ে গিয়ে খুব খারাপ অবস্থা দেখা দেয়। ডাক্তারকে জানানো হলে ডাক্তার বলে যে, আজকে সন্ধ্যা ৭টার মধ্যেই সিজার করতে হবে। কিন্তু কিছু সমস্যার কারণে রাত ৯টার পর সিজার করা হয়। সিজার করার পূর্বে উনারা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে দোয়া মুবারক চান, যেন মা সুস্থ থাকে এবং শিশুর ওজনও ঠিক থাকে। সিজারের পর দেখা গেল বেবীর ওজন ৩ কেজি ৭০০ গ্রাম। যেখানে সিজারের পূর্বে ওজন ছিল ২ কেজি ৬৬৬ গ্রাম। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। আর রাতটা ছিল ২১শে জুমাদাল উখরা শরীফ, বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ। রোগীর প্রেগনেন্সির শেষের দিকে সুগার বেড়ে যাওয়ায় বেবী হওয়ার পর দেখা গেল বেবীর সুগার অনেক কম। বেবীকে বাঁচাতে হলে স্যালাইনের মাধ্যমে সুগার দিতে হবে। বেবীকে স্যালাইন দেওয়া হলে, ডাক্তাররা বলেছিল ২দিন স্যালাইন দিতে হবে। ১দিন পার হওয়ার পর ২য় দিন ক্যানোলা সরে যাওয়ার কারণে স্যালাইন যাচ্ছিল না। এদিকে সুগার মেপে অনেক কম পাওয়ার কারণে ডাক্তাররা ভয় পাচ্ছিল। ডাক্তাররা বলেছিল ঘ.ও.ঈ.ট তে নিতে হবে। এদিকে বেবীর খালা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে দোয়া মুবারক চান। এবং বেবীর খালাতো বোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার শান মুবারকে দরূদ শরীফ পাঠ করতে থাকেন। ডাক্তাররা পুনরায় যখন সুগার মাপেন তখন দেখেন সুগার অনেকটাই ঠিক হয়ে এসেছে। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। অথচ একটু আগেও সুগার অনেক কম ছিল এবং বাচ্চাকে স্যালাইনও দেওয়া হয়নি। শুধুমাত্র সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারকের কারণেই সুগার লেবেল স্বাভাবিক হয়েছে।
     মূলত, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার মনোনীত খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ। উনার মুবারক উসিলা দিয়ে যখন যে দোয়া মুবারক চাওয়া হয় মহান আল্লাহ পাক তিনি, উনার সম্মানার্থে অবশ্যই সেই দোয়াসমূহ কবুল করে থাকেন। কারণ তিনি মুস্তাজাবুদ দাওয়াত।
মহান আল্লাহ পাক তিনি যেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নুরুদ দারাজাত (ক্বদম) মুবারকে আমাদের সকলকে সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিয়ে দায়িম-ক্বায়িম, ইস্তেকামত থাকার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট