সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি প্রতি জুমুয়া শরীফে পবিত্র কুরআন শরীফ থেকে তাফসীর মুবারক করে থাকেন। যা কিনা সর্বস্তরের মানুষের জন্যই অনন্য নছিহত মুবারক। মহিলাদের মধ্যে যারা প্রতি জুমুয়া শরীফে আসেন উনারা বিষয়টি উপলব্ধি করতে পারেন। কিছুদিন আগে জুমুয়াহ শরীফে তা’লীম মুবারক উনার সময় কুড়িগ্রাম হতে আগত এক পীরবোন তিনি সরাসরি দেখছিলেন যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল আলাইহাস সালাম উনার তিন দিক থেকে অর্থাৎ ডান, বাম ও পিছন দিক থেকে ছোট সাদা ফুল কলি হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নূরুল মুজাসসাম (জিসিম) মুবারক উনার উপর পড়ছে। সেগুলো পরে ফুলের তোড়ার মত হয়ে যাচ্ছে আর মনে হচ্ছে হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি সেই ফুলের তোড়ার মাঝখানে বসে আছেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) ঠিক তখন উক্ত পীরবোন চিন্তা করলেন এগুলো আসলে কী? তখন কিছু একটা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সম্মানিত কাঁধ মুবারক উনার উপর উঠানো হল। তিনি দেখলেন একটা বড় কাঠির সাথে একটা ছোট কাঠি লাগানো। আর সেগুলোই সাদা ফুলের কলির মত দেখা যাচ্ছে। (সুবহানা উম্মিল উমাম আলাইাস সালাম)
আর মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেন,
اِنَّ رَحْمَةَ اللهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ
অর্থ মুবারক: “নিশ্চয়ই ওলীআল্লাহগণ উনাদের নিকটই রহমত মুবারক রয়েছেন।”
মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনাদের নিকটে সর্বদাই খাছ রহমত মুবারক বর্ষিত হতে থাকে, যা কখনো পানির ফোটার মত, কখনো মুক্তা দানার মত, কখনো ফুলের কলির মত বিভিন্ন ভাবে বর্ষিত হয়। (সুবহানা উম্মিল উমাম আলাইাস সালাম)