🌹নাম মুবারক: হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম।
🌹যেভাবে সম্মোধন করা আদব: সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত ইমাম ইবনে যুন নূরাইন আলাইহিস সালাম।
🌹সম্মানিত পিতা: পবিত্র দ্বীন ইসলাম উনার ৩য় খলীফা, সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম।
🌹সম্মানিত মাতা: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম।
🌹বিলাদতী শান মুবারক: আনুষ্ঠানিকভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র নুবুওওয়াত ও রিসালত মুবারক প্রকাশের ১১তম বছর মুবারক পার হয়ে ১২তম বছর মুবারক উনার শুরুতে হাবশায়, ৫ রবী‘ঊছ ছানী শরীফ, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইয়াওমুল ইছনাইনিল ‘আযীম শরীফ)। তখন দুনিয়াবী দৃষ্টিতে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক ৫১ তম বছর মুবারক পার হয়ে ৫২ তম বছর মুবারক চলমান। সুবহানাল্লাহ!
🌹বিছালী শান মুবারক: ৪র্থ হিজরীর পবিত্র ২২শে জুমাদাল ঊলা শরীফ ইয়াওমুল আরবিয়া।
দুনিয়াবী হায়াত মুবারক: ৬ বছর ১ মাস ১৭ দিন।
🌹পবিত্র রওজা শরীফ: পবিত্র মদীনা শরীফ।
☪️মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে উনার হাক্বীক্বী নিসবত, মুহব্বত হাছীল করার তৌফিক দান করুন। আমীন!
#90DaysMahfil #Aiyamullah SM40.com
![Published from Blogger Prime Android App](https://firebasestorage.googleapis.com/v0/b/bloggerprime.appspot.com/o/images%2F112759414597980686465%2FIMG_20221031_212339_499.jpg?alt=media&token=4144c58d-a7f0-4292-9aa0-0ef1995f60c9)