ভাই একটু দাঁড়ান!হ্যা আপনাকেই বলছি!

ভাই একটু দাঁড়ান!
হ্যা আপনাকেই বলছি!

আপনাকে একটি দাওয়াত দিতে চাচ্ছি ।
কিসের দাওয়াত ? 
ভাই ৯০দিনব্যাপী মাহফিল উনার দাওয়াত।
কি বললেন? 
ভাই, বলছি ৯০দিনব্যাপী মাহফিল উনার দাওয়াত।
কোথায়? 
পবিত্র রাজারবাগ শরীফ, ঢাকা।
কি হয় সেই মাহফিলে?
যা যা হবে - 
১ম ধাপে, ৪০ দিন প্রতিযোগিতা মাহফিল। 
২য় ধাপে, ২ দিন ছামা শরীফ মাহফিল।
৩য় ধাপে, ৪৫ দিন ওয়াজ শরীফ মাহফিল
৪র্থ ধাপে, ৩দিন ছামা শরীফ মাহফিল।
সুবহানাল্লাহ!

উক্ত পবিত্র মাহফিলে নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মান, আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শান-মান ফাযায়ীল ফযীলত, ছাহাবায়ে কেরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের ফাযায়ীল-ফযীলত ও আউলীয়ায়ে কেরাম রহমাতুল্লাহি আলাইহি উনাদের শান মান আলোচনা করা হবে । সুবহানাল্লাহ!

অত‌এব, দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাছিল করতে আর্থিক ও শারীরিক খিদমতের অংশগ্রহণ করুন।
বিকাশ নাম্বার 01718740742

আমরা জানি, প্রত্যেকেই তার ক্বিবলার দিকে প্রত্যাবর্তন করে এবং যিনি যাকে মুহব্বত করেন তার জন্যই সমস্ত কিছু কুরবানী করে দেন। খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا
অর্থ: প্রত্যেকের জন্যই ক্বিবলা রয়েছে যে দিকে তিনি রুজু হয়ে হোন। (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৪৮)

সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।

যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার 
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।

#90DaysMahfil
sm40.com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট