💠খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ
অর্থ: তোমাদের জন্য নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ, হুযূরপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তমতম আদর্শ।
(পবিত্র সূরা আহযাব শরীফ: পবিত্র আয়াত শরীফ ২১)
💠খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللّهُ غَفُورٌ رَّحِيمٌ
অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত করো বা মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ করো। তাহলে মহান আল্লাহ পাক তিনি তোমাদের মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহখাতা ক্ষমা করে দিবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যধিক ক্ষমাশীল ও দয়ালু।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ৩১)
💠খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যা নিয়ে এসেছেন তা আঁকড়িয়ে ধরো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা হাশর শরীফ : পবিত্র আয়াত শরীফ ৭)
💠পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
مَنْ احب سُنَّتِي فَقَدْ أَحَبَّنِي وَمَنْ أَحَبَّنِي كَانَ مَعِي فِي الْجَنَّةِ
অর্থ: “যে ব্যক্তি আমার সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলো, সে যেন আমাকেই মুহব্বত করলো আর যে ব্যক্তি আমাকে মুহব্বত করলো, সে আমার সাথে জান্নাতে থাকবে।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ, মিশকাত শরীফ)
এখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আদেশ-নিষেধ মুবারকগুলি সূক্ষ্মাতিসূক্ষ্ম পালন করতে হবে। আর উনার সুন্নত মুবারক যে আঁকড়িয়ে ধরবে তার জন্য বিশেষ মর্যাদা রয়ে গেছে।
💠এ প্রসঙ্গে একটি পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
من تمسك بسنتى عند فسد امتى فله اجر مَأَت شهيد
অর্থ: “আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি ফিতনা-ফাসাদের যামানায় একটিমাত্র সুন্নত মুবারক উনাকে আঁকড়ে ধরবে, সে একশত শহীদ উনার ছাওয়াব লাভ করবে।” সুবহানাল্লাহ!
💠পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে-
عن حضرت أبي هريرة رضي الله عنه قال قال رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قيل يارسول الله ومن يأبى؟ قال: مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى.
অর্থ: হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাস্সাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে তবে যারা আমাকে অস্বীকার করেছে তারা ব্যতীত। জিজ্ঞাসা করা হলো, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে অস্বীকার করেছে কারা? তিনি বললেন, আমাকে যারা অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে, আর আমার যারা নাফরমানী করবে অর্থাৎ আমার আদেশ-নিষেধ বা আদর্শের খিলাফ চলবে, তারাই আমাকে অস্বীকারকারী, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না।’ (পবিত্র বুখারী শরীফ)
💠উপরোক্ত পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের দ্বারা সু-স্পষ্টভাবে প্রতিভাত হলো যে, সুন্নত মুবারক উনাদেরকে অনুসরণের ফলে-
১) রহমত মুবারক লাভ করা যায়।
(২) হিদায়েত মুবারক লাভ করা যায়।
(৩) সবকাজে সফলতা অর্জন করা যায়।
(৪) একশত শহীদ উনাদের ছাওয়াব লাভ করা যায়।
(৫) সুমহান পবিত্র জান্নাত নসীব হয়।
(৬) মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সন্তুষ্টি-রেযামন্দি হাছিল করা যায়। সুবহানাল্লাহ!
আর কেউ যদি পবিত্র সুন্নত মুবারক উনাকে ইহানত করে, অবজ্ঞা করে বা তুচ্ছ-তাচ্ছিল্য করে তাহলে সেটা কুফরী হবে, হারাম হবে।
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, لو تركتم سنة نبيكم لكفرتم. অর্থ: “যদি তোমরা তোমাদের নবী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নত উনাকে তরক (অস্বীকার) কর তাহলে অবশ্যই তোমরা কাফির হবে।” (আবূ দাউদ শরীফ)
💠অন্যত্র আরো ইরশাদ মুবারক হয়েছে-
لو تركتم سنة نبيكم لضللتم.
অর্থ: “যদি তোমরা তোমাদের নবী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুন্নতকে তরক (অস্বীকার) করো তাহলে অবশ্যই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে।” (দারিমী শরীফ, আহমদ শরীফ)
আকাঈদের কিতাবে উল্লেখ আছে-
اهانة السنة كفر.
অর্থ: “পবিত্র সুন্নত উনাকে ইহানত বা অবজ্ঞা করা কুফরী। তথা কাট্টা হারাম। ”
💢খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা আমাদেরকে পবিত্র সুন্নত মুবারক উনার গুরুত্ব ও তাৎপর্য বুঝার তাওফীক্ব দান করুন। আমীন!
মাখলুকাতের হায়াত থেকে মউত সর্ববস্থায় রয়েছে পবিত্র সুন্নত মুবারক। অর্থাৎ দ্বীন ইসলাম উনার উপর চলতে হলে সুন্নত মুবারক থেকে বাহিরে যাওয়ার সুযোগ নেই।
✅সুন্নত মুবারক রয়েছে প্রত্যেক আমলে,
✅সুন্নত মুবারক রয়েছে পোষাকে,
✅সুন্নত মুবারক রয়েছে খাবারে,
✅সুন্নত মুবারক রয়েছে আসবাবপত্রে,
💠সুন্নতী খাবার দেখুন এখানেঃhttps://bit.ly/সুন্নতী_খাবার
🌐অনলাইনে অর্ডার করতে ভিজিট করুন: https://bit.ly/খেজুর
⭕️আপনার সমস্যা সমাধানের জন্য আমাদের হোম ডেলিভারী সার্ভিস রয়েছে।
⭕️আর পেমেন্ট এখন আমাদের ওয়েব সাইটের https://sunnat.info এর মাধ্যমেই আপনি পরিশোধ করতে পারেন।
অর্ডার করতে যোগাযোগ করুনঃ
📮 যোগাযোগের ঠিকানাঃ
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র।
📞+8801711 27 27 73,
📞+8801717 36 94 94
📞+8801782 255 244
📞+8801302 94 58 20
📞+8801711 27 27 86
🌐 ভিজিট করুন: https://sunnat.info