সুওয়াল-১০:একটি মসজিদকে রাস্তা বানিয়ে অন্যত্র যদি একাধিক বহুতল মসজিদ বানিয়ে দেয়া হয়, তবে সেটা কি শরীয়ত সম্মত হবে?



জাওয়াব : না, কখনোই শরীয়তসম্মত হবে না। রাস্তা, বাড়ী, ঘর ইত্যাদিকে মসজিদ বানানো যাবে। কিন্তু মসজিদকে কখনোই রাস্তা বানানো যাবে না। মসজিদের জন্য নির্ধারিত স্থান ক্বিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। সেখানে বিভিন্ন অজুহাত দাঁড় করিয়ে দুনিয়াবী ক্ষমতা খাটিয়ে  জোড় করে রাস্তা বানালেই যে উক্ত স্থান মসজিদের হুকুম থেকে রহিত হবে তা নয়। আর অন্যত্র একাধিক বহুতল মসজিদ বানানোর অজুহাতেও কোন মসজিদ ভাঙ্গা যাবে না। 
মূলকথা হচ্ছে, মসজিদ হিসেবে যা নির্ধারিত ও প্রতিষ্ঠিত হয়েছে তা কোন অজুহাতেই ভাঙ্গা যাবে না। এটাই সম্মানিত শরীয়ত উনার ফায়ছালা।
দলীলসমূহ: তাফসীরে কবীর, তাফসীরে তাবারী, তাফসীরে মাযহারী, তাফসীরে আহমদী এবং সমূহ ফিক্বাহর কিতাব।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট