জয়পুর হাটের এক পীরবোন উনাদের নিজস্ব হোটেল রয়েছে। হোটেলে যে খাবার সার্ভ করা হত তারমধ্যে সবসময় ছোট ছোট চুল পাওয়া যেত। কড়া নজরদারির মধ্যে খাবার রান্না ও সংরক্ষণ করা হলেও খাবারের মধ্যে চুল পাওয়া যেত। ফলে কাস্টমাররা উক্ত পীরবোন উনাদের হোটেলে আসতে চাইত না। এভাবে কয়েকদিন চলার পর একপর্যায়ে ব্যবসায় লোকসান হতে শুরু করে। তখন উক্ত পীরবোন বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানান এবং দোয়া মুবারক চান। বিষয়টি শ্রবণ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনকে উনার হোটেলে পড়া পানি ছিটাতে বলেন এবং মীলাদ শরীফ পাঠ করতে আদেশ মুবারক করেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক নির্দেশ অনুযায়ী উক্ত পীরবোনটি পড়া পানি ছিটানোর পর এবং মীলাদ শরীফ পাঠ করার পর থেকে কোন ধরনের খাবারে আর কখনো চুল পাওয়া যায়নি। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারক ও পরামর্শ মুবারক অনুযায়ী কাজ করার কারণে অনেক মানুষ এ ধরণের বিপদ-আপদ থেকে মুক্তি পেয়েছে এবং অসংখ্য অগণিত ফায়দা লাভ করতে পেরেছে।