কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-২৮


 কদমতলা রাজারবাগের এক পীরবোনের বিয়ের প্রায় ছয়/সাত বছর অতিক্রম করার পরও কোন সন্তান হচ্ছিল না। উনারা এ বিষয়ে ডাক্তার দেখালে ডাক্তার পরীক্ষা করে বলে, আপনাদের তো কোন সমস্যা নেই, তবে কেন বেবী হচ্ছে না তা আমরা বলতে পারি না। এদিকে উনারা একটি সন্তানের জন্য প্রতিদিন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উছিলা দিয়ে দোয়া করতেন। একদিন উনি স্বপ্নে দেখেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বলছেন, “তুমি আমার পবিত্র হাত মুবারক ধোয়া পানি মুবারক খেলে তোমার সন্তান হবে।” এরপর উনার ঘুম ভেঙ্গে যায়। অতঃপর তিনি পবিত্র দরবার শরীফ উনার মধ্যে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে স্বপ্নটি জানান। স্বপ্নটি শ্রবণ করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মুচকি হাসি মুবারক দিয়ে উক্ত পীরবোনকে অন্য আরেকদিন আসতে বলেন। পীরবোনটি উনার সম্মানিত নির্দেশ মুবারক অনুযায়ী অন্য আরেকদিন ছলাতুল মাগরিব উনার সময় আসেন। তখন উনার আসার সংবাদ একজন খাদিমা মারফত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ক্বদম মুবারকে পেশ করা হয়। সে সময় সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম ও হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা খাবার খাচ্ছিলেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনের আসার সংবাদ শুনে উনার খাবার মুবারক থেকে কিছু খাবার মুবারক উক্ত খাদিমার প্লেটে দেন এবং উক্ত পীরবোনকে খেতে বলেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার প্লেট মুবারকটি ধুয়ে সেই প্লেট মুবারক ধোয়া পানিও উক্ত পীরবোনকে খাওয়ার নির্দেশ মুবারক দেন। তখন উক্ত পীরবোন তাই করেন। এ ঘটনার কিছুদিন পর দেখা যায় উক্ত পীরবোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দয়া-দান, পবিত্র ইহসান মুবারক ও সম্মানিত খাছ কারামত মুবারক উনার বদৌলতে হামিলা হন এবং যথারীতি উনার একজন সুস্থ সন্তান হয়। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মাহর জন্য মহানতম ও পবিত্রতম নিয়ামত মুবারক। উনার মুবারক উছিলায় সালিকাগণ যা চেয়ে থাকে এবং যা আশা করে  তার পুরোটাই মহান আল্লাহ পাক তিনি দিয়ে থাকেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট