জয়পুর হাটের একজন পীরবোন উনার শ্বাস কষ্টের সমস্যা ছিল। এমতাবস্থায় একদিন উনার প্রচন্ড শ্বাস কষ্ট শুরু হয়। অবস্থা এমন হয়েছিল যে, উনার মনে হচ্ছিল উনার শ্বাস তখনই বন্ধ হয়ে যাবে। কিছুতেই শ্বাস নিতে পারছিলেন না। এ অবস্থ্ায় উনি ডাক্তারের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হন এবং যাওয়ার পূর্বে তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে হাদিয়া পেশ করেন এবং দোয়া মুবারক চান। আশ্চর্যের বিষয় হল, তিনি যখন হসপিটালের সিঁড়ি দিয়ে উঠছিলেন তখন উনার মনে হয়, উনার আর শ্বাস কষ্ট নেই। শ্বাস কষ্ট পুরোপুরিভাবেই ভাল হয়ে গেছে। এরপর উক্ত পীরবোন ডাক্তার দেখাতে যত টাকা খরচ হত, তা সম্পূর্ণই সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার খিদমত মুবারকে হাদিয়া করেন। এ ঘটনার পর থেকে উক্ত পীরবোনের আর কোনদিনই শ্বাস কষ্ট দেখা যায়নি অর্থাৎ উনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দয়া-দান,ইহসান মুবারক উনার বদৌলতে সম্পূর্ণ সুস্থতা হাছিল করেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
উপরোক্ত ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিই হচ্ছেন কুল কায়িনাতবাসীর জন্য জাহিরী-বাতিনী শিফা দানকারী ও রহমত স্বরূপ। উনার মুবারক উছিলায় কুল কায়িনাতের সকলেই সমস্ত প্রকার অসুস্থতা থেকে সুস্থতা লাভ করে থাকে।