কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৪০


 ফেনীর একজন পীরবোন একবার ভাবছিলেন শায়েখ আলাইহিস সালাম উনারা তো সর্বদা হুযূরীর সাথে ইবাদত বন্দেগী করার কথা বলেন। তাই এটা উনাদের নির্দেশ মুবারক। তাহলে তো নামাজের সময়ও হুযূরীর সাথে থাকতে হবে। হুযূরীবিহীন নামাজ আদায় করলে তো সেটা কবুল হবে না। তাই তিনি ভাবছিলেন কিভাবে হুযূরীর সাথে নামাজ আদায় করা যায়? এটা উনার মনের মধ্যে প্রশ্ন ছিল কিন্তু তিনি বিষয়টি কারো থেকে জিজ্ঞাসা করেননি। পরেরদিন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সোহবত মুবারক আদায়ের লক্ষ্যে পবিত্র দরবার শরীফে আসেন। এসে তিনি খুবই আশ্চর্য হয়ে যান যে, সেইদিন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি হুযূরীর সাথে কিভাবে নামাজ আদায় করা যাবে সেই বিষয়ে সম্মানিত নছীহত মুবারক করছেন এবং কী কী ভুল-ত্রুটি থাকার কারণে নামাজ কবুল হয়না সেই বিষয়েও সম্মানিত নছীহত মুবারক করছেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার আলোচনা মুবারক থেকেই উক্ত পীরবোন উনার প্রশ্নের উত্তর পেয়ে যান উনাকে আলাদা করে কোন প্রশ্ন করতে হয়নি। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা ইলমে গইব উনার অধিকারী, অন্তরের অন্তস্থলের খবর উনারা জানেন। ঠিক তদ্রুপ ওলী আল্লাহগণ উনারাও ইলমে গইব জানেন এবং অন্তরের খবর রাখেন। তেমনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক প্রদত্ত ইলমে গইব উনার অধিকারী। যার কারণে প্রশ্ন না করা সত্বেও তিনি উক্ত প্রশ্নের জবাব পরিপূর্ণভাবে দান করেছেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট