কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৩৯


শান্তিবাগের একজন পীরবোন উনার স্বাভাবিক মাজুরতার দুই তিন দিন পূর্ব থেকেই প্রচন্ড মাথা ব্যথা শুরু হত। এত ব্যথা হত যে ঔষধ খাওয়ার পরও কমতো না। এ ভাবে দুই থেকে তিনদিন উনাকে প্রচন্ড ব্যথা সহ্য করতে হত। তখন তিনি বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানান। উনার উক্ত সমস্যার কথা শুনে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি ফুঁ মুবারক দিয়ে বলেন, “মহান আল্লাহ পাক তিনি হিফাযত করবেন।” এর কয়েকদিনের মধ্যেই তিনি একটি মুবারক স্বপ্ন দেখেন। উক্ত পীরবোন স্বপ্নে দেখেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  তিনি উক্ত পীরবোনকে সম্মোধন করে বলছেন, তোমার না প্রচন্ড মাথা ব্যথা? সেই পীরবোন তিনি বললেন, “জ্বী আম্মাজী ক্বিবলা আলাইহাস সালাম!” অতঃপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বললেন, “শুন! তুমি আমার কাছে আস।” তখন উক্ত পীরবোন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার একেবারে সামনে গেলেন। অতঃপর সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি বললেন, “তুমি আমার চোখের দিকে তাকাও।” উক্ত পীরবোন তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার চোখ মুবারকদ্বয় উনাদের দিকে তাকিয়ে দেখতে পেলেন, আকাশে বিজলী চমকালে যেরূপ আলোকরশ্মি দেখা যায় ঠিক তদ্রুপ আলোকরশ্মি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার চোখদ্বয় মুবারক থেকে সেই পীরবোনের মাথার দিকে আসছে। উক্ত পীরবোন তিনি বর্ণনা করার সময় বলেন, উক্ত আলোকচ্ছটা দেখতে অনেকটা বিজলীর আলোকরশ্মির মত কিন্তু আসলে তা কিরূপ ছিল তা হুবহু বর্ণনা করা উনার পক্ষে সম্ভব নয়। এই আলোকরশ্মি কিছু সময় উনার মাথার মধ্যে স্থায়ী ছিল। এরপর পরই উক্ত পীরবোন উনার ঘুম ভেঙ্গে যায়। এই সম্মানিত স্বপ্ন মুবারক দেখার পর থেকে সেই পীরবোন উনার আর কখনোই সেরকম মাথা ব্যথা হয়নি। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে মহান নিয়ামত হিসেবে প্রেরণ করে কায়িনাতবাসীকে ধন্য করেছেন। সালিকাগণ যেকোন সমস্যায় পড়ে উনার নিকট দোয়া মুবারক চাওয়ার পর তিনি স্বপ্ন এবং জাগরণ অর্থাৎ সর্বাবস্থায় সে সমস্যার সমাধান করে দেন এবং অসুস্থ হলে শিফা দান করেন। আমরা যেন এ সুমহান নিয়ামত মুবারক উনার সর্বাবস্থায় শুকরিয়া আদায় করতে পারি। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট