কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৩৭


                   
একবার এক ছাত্রী ক্লাসে ব্ল্যাকবোর্ড আনতে যায়। যখনই ব্ল্যাকবোর্ড টান দেয় ব্ল্যাকবোর্ডটি তার পায়ের উপর উঠে যায় এবং পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ অর্ধেকের বেশী ফেটে প্রায় আলাদা হয়ে যায়। সেই ছাত্রীর পায়ের নখ থেকে এতপরিমানে রক্ত ঝরছিল যে যতটুকু স্থান সে হেঁটেছে তা সম্পূর্ণ রক্তে রঞ্জিত হয়ে যায়। এ অবস্থা দেখে সবাই তাকে হসপিটালে নেওয়ার জন্য পিড়াপিড়ি করতে থাকে। তখন উক্ত ছাত্রী বলে, “আমি তো হাঁটতেই পারছি না তার উপর ডাক্তারের কাছে গেলে কাটা জায়গা সেলাই দিবে, ঔষধ খেতে হবে, তারপরও কখন যে ভাল হবে তার কোন গ্যারান্টি নেই। এরচেয়ে ভাল হবে আমি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে হাদিয়া দিয়ে উনার থেকে দোয়া মুবারক নেই, তাহলে আরও তাড়াতাড়ি ভাল হয়ে যাবে।” অতঃপর সে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে যায় এবং দোয়া মুবারক চায়। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত স্থানটি দেখতে চান, উনাকে দেখানোর পর তিনি দেখে “উফ” শব্দ মুবারক উচ্চারণ করেন এবং ফুঁ মুবারক দিয়ে দেন। যেখানে সকলেই বলছিল নখটি সম্পূর্ণ পড়ে যাবে কারণ নখটি প্রথমে নীল অতঃপর কালো বর্ণ ধারণ করেছিল এবং ব্যথার কারণে পা ফেলা যাচ্ছিল না, সেখানে তাৎক্ষনিক ব্যথা কমে যায় এবং দু-একদিনের মধ্যেই নখটি সম্পূর্ণ জোড়া লেগে ভাল হয়ে যায়। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
মহান আল্লাহ পাক উনার ওলীগণ উনারা মহান আল্লাহ পাক উনার খাছ রহমত মুবারক, মহান নিয়ামত মুবারক। ওলীআল্লাহগণ উনাদের মুবারক উছিলায় অসম্ভব বিষয়সমূহও সম্ভব হয়ে যায়। তেমনি মহান আল্লাহ পাক উনার খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি। উনার মুবারক উছিলায় মহান আল্লাহ পাক তিনি সমস্ত প্রকার কষ্ট লাঘব করেন এবং সুস্থতা দান করেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট