কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৩৮


একজন পীরবোন একবার দরবার শরীফ থেকে অডিও-ভিডিও কিছু ক্বাছিদা শরীফ মোবাইলে নেন। এর মধ্যে একটি সম্মানিত ক্বাছিদা শরীফ ছিল সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র শান মুবারকে। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র শান মুবারকের উক্ত ক্বাছিদা খানা উক্ত পীরবোনের খুব পছন্দ ছিল। হঠাৎ একদিন তিনি লক্ষ্য করেন উনার মোবাইল থেকে সমস্ত ক্বাছিদা ডিলেট হয়ে গিয়েছে। এ অবস্থায় পীরবোনটি মনে খুব কষ্ট পান যা ভাষায় বর্ণনা করার মত না। তিনি কষ্ট পেয়েই উক্ত বিষয়টি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানান। যে দিন উনাকে জানানো হয় তার পরদিন উক্ত পীরবোন ঘুম থেকে উঠে মোবাইলটি অফ করে পুনরায় অন করার পর দেখতে পান সমস্ত ক্বাছিদা শরীফগুলো আগের মতই রয়ে গিয়েছে। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। উক্ত পীরবোন তিনি বলেন, আমার জানা মতে মোবাইল থেকে কোন কিছু ডিলেট বা ফরমেট হয়ে গেলে তা পুনরায় আবার কখনোই ফিরে আসে না এবং আজ পর্যন্ত ফিরে আসেনি।  সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সম্মানার্থে উনার দোয়া মুবারক উনার বদৌলতে তিনি ক্বাছিদা শরীফগুলো পুনরায় ফিরে পেয়েছেন।
ওলী আল্লাহগণ উনারা মহান আল্লাহ পাক এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাক্বিক্বী ক্বায়িম-মাক্বাম। মহান আল্লাহ পাক তিনি এবং উনার হাবীব সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা যেকোন সময় যেকোন অবস্থাতে যেকোন কিছু করতে পারেন,  তেমনি ওলীঅল্লাহগণ উনারাও খাছ রহমত মুবারক উনার কারণে সবকিছুই করতে পারেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হাক্বিক্বী হক্ব আদায় করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট