কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-১৮


এক আপার ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত মাজুরতার সমস্যা ছিল। সময়মত প্রকাশ হত না। যখন হত অনেকদিন থাকত। সে অনেক ডাক্তার দেখিয়েছে। ডাক্তার বলেছে, হরমোনের সমস্যার কারণে এটা  ই রেগুলার। বিবাহের পর এই সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু দেখা গেল, বিয়ের পরও ভাল হয়নি। সে অনেক কবিরাজের কাছেও গিয়েছিল। কিন্তু তার সমস্যা দূর হয়নি। তারপর ২০১৮ সালে তার সমস্যাগুলো সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানালো। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  তিনি উক্ত পীরবোনকে জিজ্ঞাসা করলেন, “ পড়া তেল, পানি, কালোজিরা ব্যবহার করো? উক্ত পীরবোন বলল, জ্বী, ব্যবহার করি। কিন্তু উক্ত পীরবোন তেল, পানি, কালোজিরা ব্যবহারের নিয়ম জানত না। যার কারণে তার সমস্যাও দূর হয়নি। পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  তিনি  উক্ত পীরবোনকে পড়া তেল, পানি, কালোজিরা ব্যবহারের তরতীব বলে দেন। উক্ত পীরবোন সেই অনুযায়ী তেল, পানি, কালোজিরা ব্যবহার শুরু করে। দেখা গেল, যেই মাস থেকে নিয়মিত ও নিয়মমাফিক ব্যবহার শুরু করল সেই মাস থেকে এই পর্যন্ত উনি সুস্থতা লাভ করেছেন। উক্ত পীরবোন বলে, আমি আমার এই সমস্যার কারণে অনেক কষ্ট পেয়েছি। অনেক ডাক্তার দেখিয়েছি। কোন ডাক্তার ঔষধ দিয়ে ভাল করতে পারেনি। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাকে ঔষধ (পড়া তেল, পানি, কালোজিরা) দিয়ে সুস্থতা দান করেছেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)

মহান আল্লাহ পাক তিনি যেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসিলায় আমাদেরকে হাক্বীক্বীভাবে যাহির-বাতিন ইসলাহ করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট