কারামতে হযরত মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম-৪৭



কুমিল্লার একজন পীরবোন দরবার শরীফে আসার পূর্বে হাত পা প্রচন্ড জ্বালা করতো। অনেক ডাক্তার দেখানোর পর জন্ডিস ধরা পড়ে। তিনি অনেক ডাক্তার দেখিয়ে এলোপ্যাথি, হোমিওপ্যাথি সব ধরণের ঔষধ খেলেন। কোন পরিবর্তন হলো না। আগের মত হাত পা মাথা জ্বালাপোড়া রয়ে গেলো। এরপর তিনি দরবার শরীফে আসলেন। দরবার শরীফে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যেখানে বসে নছীহত মুবারক করেন, এবং নছীহত মুবারক শেষে যখন চলে যান তখন উনার নুরুদ দারাজাত মুবারক যে স্থানে রাখেন সেই সম্মানিত স্থান মুবারকে হাত রেখে মুখ মুছে নেন এবং দরবার শরীফে যে পড়া পানি ছিটানো হয় তা মুখে মুছেন। এরপর উক্ত পীরবোন খেয়াল করেন যে, কিছুদিনের মধ্যে তার হাত-পা, মাথা জ্বালা-পোড়া বন্ধ হয়। তারপর সেই পীরবোন বর্ণনা করেন, দরবার শরীফে আসার পূর্বে তিনি খুব রোগা ছিলেন, অসুস্থ ছিলেন কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ছোহবত মুবারকে আসার পর তিনি সুস্বাস্থ্যের অধিকারী হন এবং পরিপূর্ণ সুস্থতা লাভ করেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। তিনি বলেন, এ সবকিছুই মূলত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসিলাতে তিনি পেয়েছেন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট