কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহ্হিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৪৬


এক পীর বোন উনার ক্লাসের পরীক্ষা চলাকালীন সময়ে স্বপ্নে দেখেন যে, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি কোন এক স্থানে তাশরীফ মুবারক এনেছেন (আগমন করেছেন)। তিনি উনাকে দেখতে পেয়ে খুবই আনন্দিত। উক্ত পীরবোন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে ক্বদমবুছী করে দুয়া মুবারক চাচ্ছেন যেন উনার ক্লাসের পরীক্ষার রেজাল্ট ভাল হয়। হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তখন উক্ত পীরবোনের মাথায় উনার পবিত্র নুরুল মাগফিরাত মুবারক (হস্তদ্বয়) রেখে জিজ্ঞাসা করেন, কি সবকিছু মনে পড়ছে? তখন উক্ত পীরবোন বললেন, ‘জ্বি অংক সাবজেক্টের কথা মনে পড়ে। আমার অংক পরীক্ষা  খুব খারাপ হয়েছে। আমি এটা নিয়ে খুব পেরেশানীতে আছি।’ উক্ত পীরবোন বারবার উনার নিকট দোয়া মুবারক চাচ্ছিলেন যেন, উনার অংক পরীক্ষার ফলাফল ভাল আসে। কারণ উনার অংক পরীক্ষা এতটাই খারাপ হয়েছিল যে, তিনি পরীক্ষা দিয়ে এসে হিসেব করে দেখেন উনার মার্ক ১২/১৩ আসবে। তাই তিনি খুবই চিন্তিত। তখন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি পীরবোনকে আঞ্জুমানের কাজ, অর্থাৎ দ্বীনি তালীমের কাজ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। উক্ত স্থান থেকে বিদায় বেলা সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনের কপালে চুম্বন করে দেন। এদিকে পীরবোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার স্বপ্নে দেওয়া নির্দেশ মুবারক মোতাবেক পরীক্ষার ফাঁকে ফাঁকে আঞ্জুমানের কাজ চালিয়ে যান। অপরদিকে উনার অংক পরীক্ষা যে এত খারাপ হয়েছে; এ বিষয়টি তিনি বাসার কাউকে জানান নি। শুধুমাত্র স্বপ্নে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানিয়েছেন। এর মধ্যে উক্ত পীরবোন ফলাফলের অপেক্ষা করতে থাকেন। পরে ফলাফল প্রকাশ হলে দেখা গেল, তিনি অংকে ৪০ এর উপরে নম্বর পেয়েছেন। যেখানে উনার ১২/১৩ নম্ব^র পাওয়ার কথা ছিল। উক্ত পীরবোন বলেন, এটা হওয়ার কথা ছিলনা। মূলত সাইয়্যিদাতুনা হযরত  উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক নির্দেশ পালন এবং খাছ দোয়া মুবারকের বদৌলতে সম্ভব হয়েছে। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম !!) 
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার পক্ষ হতে নিয়ামতে উজমা মুবারক। কোন সালিক-সালিকা যখন কোন বিষয়ে সমস্যাগ্রস্ত হয় তখন তিনি স্বপ্নে ও জাগরণে সর্বাবস্থায় উক্ত সমস্যা সমাধান করে দেন, হিফাজত করেন এবং যা নেক মকছূদ রয়েছে তা পূরণ করেন। মহান আল্লাহ পাক তিনি যেন উনার সন্তুষ্টি মুতাবেক আমাদেরকে উনার ছোহবত মুবারক ইখতিয়ার করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট