কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহ্হিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৪৮


মুহাম্মদপুরে থাকে একটি পরিবার। সেই ব্যক্তির দুই ছেলে। ছোট ছেলের বয়স ১১/১২বছর। হঠাৎ একদিন ছোট ছেলের মুখ দিয়ে রক্ত পড়া  শুরু হল। এরপর থেকে কয়েকদিন পর পর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। অনেক বড় বড় ডাক্তার দেখানো হলো, বিভিন্ন রকম টেস্ট করানো হলো। কিন্তু এর কারণ কেউ বের করতে পারলো না। পরে ছেলেটির বাবা-মা সিদ্ধান্ত নিলো, ছেলেটিকে নিয়ে ইন্ডিয়ায় যাবে চিকিৎসার জন্য। কাগজপত্র ঠিক করতে থাকে। এরমধ্যে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক পরামর্শে এক পীর বোন ছেলেটির বাবা-মাকে বললেন, আমাদের দরবার শরীফে প্রতিদিন মহাসম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিল হয়। এই মহাসম্মানিত মাহফিলে কিছু হাদিয়া দেওয়ার নিয়ত করুন, অবশ্যই আপনার ছেলে সুস্থ হয়ে যাবে। (ইনশাআল্লাহ)
ছেলেটির বাবা বললেন, যদি ছেলেটি সুস্থ হয়, তাহলে ২০ হাজার টাকা দিবো। ঐ মহিলা তিনি কালোজিরা, তেল, পানি পড়িয়ে নিয়ে উনাদেরকে দিলেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল  উমাম আলাইহাস সালাম উনার থেকে দোয়া মুবারক নিলেন। আর সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার নিয়ত করার পর থেকে ঐ ছেলেটির মুখ দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। যদি বাবা-মা সহ ছেলেটি চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যেতেন তাহলে কমপক্ষে লক্ষ টাকার বেশী খরচ হতো। তারপর সুস্থ হতো কিনা, তার কোন নিশ্চয়তা ছিল না। মাত্র ২০ হাজার টাকা মহাসম্মানিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফে নিয়ত করার পর থেকেই ছেলেটি পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। 
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল  উমাম আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের খাছ লক্ষ্যস্থল এবং মনোনীত ওলীআল্লাহ। তিনি সর্বাবস্থায় সকলের জন্য রহমত স্বরূপ। উনার মুবারক পরামর্শে এবং মুবারক দোয়ার বদৌলতে অসংখ্য অগণীত মানুষ সুস্থতা লাভ করেছে, ইতমিনান লাভ করেছে এবং অনন্তকাল ধরে করতেই থাকবে।  (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট