২০০৩ সালে রংপুর মাহিগঞ্জ সফরে একদিন হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি নছিহত মুবারক করছিলেন। তখন আব্দুল হালিম ভাই উনার বোন তিনি দুইজন নতুন মহিলা নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। নছিহত মুবারক উনার সময় তিনি দেখতে পেলেন যে, আসমান থেকে একখানা নূর মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নূরুল ইলম (সিনা) মুবারক উনার উপর এসে পড়ছে আবার আসমানে উঠে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত তা’লীম মুবারক হয়েছে ততক্ষণ পর্যন্ত তিনি এই দৃশ্য দেখতে পেয়েছেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) তখন তিনি ভাবলেন উনার সাথে যে দুইজন মহিলা এসেছেন উনাদেরকে বলবেন কিন্তু তিনি পরে আবার ভাবলেন, তারা তো একেবারে নতুন যদি এরকম বলি তাহলে তারা যদি কোন কিছু মনে করে, এটা ভেবে তিনি আর কিছু বললেন না। তারপর উনারা যখন বাসায় ফিরে যাচ্ছিলেন তখন রিকসায় বসে একজন মহিলা উনাকে বলেছেন, তুমি কি দেখেছ যে, আসমান থেকে একখানা নূর মুবারক বারেবারে উনার নূরুল ইলম (সিনা) মুবারক উনার উপর এসে পড়ছে আবার আসমানে উঠে যাচ্ছে। তখন আব্দুল হালিম ভাই উনার বোন বললেন হ্যাঁ, আমিও এ বিষয়টি লক্ষ্য করেছি। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
نُوْرُهُمْ يَسْعٰى بَيْنَ اَيْدِيْهِمْ وَ بِاَيْمَانِهُمْ يَقُوْلُوْنَ رَبَّنَا اَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاَغْفِرْلَنَا اِنَّكَ عَلٰى كُلِّ شَيْئٍ قَدِيْرٌ
অর্থ মুবারক: উনাদের নূর মুবারক উনাদের সামনে এবং ডানে ছুটাছুটি করবে। উনারা বলবেন, (আয় আল্লাহ পাক!) আমাদের জন্য আমাদের নূর পূর্ণ করে দিন। এবং আমাদেরকে ক্ষমা করুন। নিশ্চয়ই আপনি সমস্ত কিছুর উপর ক্ষমতাবান।” (সম্মানিত ও মহাপবিত্র সূরা তাহরীম শরীফ, সম্মানিত ও মহাপবিত্র আয়াত শরীফ -৮)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম সেই মহান ও সম্মানিত মাক্বাম মুবারক উনার অধিকারিনী মুহসিনীন তথা খাছ লক্ষ্যস্থল ওলীআল্লাহ। মহান আল্লাহ পাক তিনি যেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে হাক্বীক্বীভাবে চিনে, ছোহবত মুবারকে থেকে হাক্বীক্বী হক্ব আদায় করার তৌফিক দান করেন। (আমীন)