কারামতে মুতহ্হারাহ, মুতহ্হিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-২৭


টাঙ্গাইলের মাকসুদা আপা একবার রবীউল আউওয়াল শরীফ মাসে দরবার শরীফ থেকে তিনটি কাঠের প্লেট কিনেছিলেন। বাসায় যাওয়ার পরে একটি প্লেট উনার আহাল আর দুটি উনার দুই মেয়ে ব্যবহারের জন্য নিয়ে নেয়। একদিন শীতকালে উনি পানি গরম করতে দিয়েছিলেন, কিন্তু কোন ঢাকনা না পেয়ে একটি কাঠের প্লেট দিয়ে পাতিলটি ঢেকে দেন। আগুনের তাপের কারণে প্লেটটি এমনভাবে ফেটেছিল যে, ঐ প্লেটটি খাবার খাওয়ার মত ছিল না। উনি উনার মেয়েদেরকে বললেন, “তোমরা তোমাদের আব্বুকে বলো না। কারণ, নতুন প্লেট ভেঙ্গে গেছে শুনলে রাগ করবেন।” প্লেটটি ফেটে যাওয়ায় উনার মেয়েরা দোয়া করছিল যে, “আম্মাজী! আমাদের প্লেট ভাল করে দিন। উনি উনার মেয়েকে বললেন, “যে রুমে কেউ থাকেনা, সে রুমে রেখে আসো, তাহলে তোমার আব্বু দেখবেনা।” আর উনার বড় মেয়ে বলল, “ঐ রুমে রেখে দাও কয়েকদিন পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার উসিলায় ভালো হয়ে যাবে।  সত্যিই কয়েকদিন পর দেখা গেল, প্লেটটি জোড়া লেগে গিয়েছে। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) এমনকি এখনও পর্যন্ত উনারা ঐ প্লেট ব্যবহার করেন।

মহান আল্লাহ পাক উনার মনোনীত ওলীআল্লাহ উনাদের উসিলায় যেকোন দোয়া করলে মহান আল্লাহ পাক তিনি সে দোয়া অবশ্যই কবুল করে থাকেন। যার উজ্জ্বল দৃষ্টান্ত হলো, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে উনার প্রতি হাক্বীক্বী হুসনে যন পোষণ করার এবং উনার হাক্বীক্বী শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট