কারামতে হযরত মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম-৪৪


সিলেটের এক পীর বোন এবং উনার আহাল উনারা একবার চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য প্লেনের টিকেট বুক করেন। যেদিন উনাদের ফ্লাইট ছিল সেদিন উনারা ফ্লাইটের ঠিক ৩০ মিনিট পূর্বে বাসা থেকে বের হন কারণ বাসা থেকে এয়ারপোর্টের দূরত্ব ছিল ৩০ মিনিটের। সাধারণত যে রাস্তা দিয়ে উনারা আসা যাওয়া করতেন, সেই রাস্তাটি মেরামত করা হচ্ছিল যার কারণে রাস্তা কাটা ছিল। তাই সমস্ত যানবাহন একই রাস্তা দিয়ে আসা যাওয়া করছিল। সাধারণত চট্টগ্রাম বন্দর নগরীর রাস্তায় সবসময় অনেক ট্রাক থাকার কারণে জ্যাম লেগে থাকে। রাস্তায় বের হওয়ার পর উনারা প্রচুর জ্যাম দেখতে পান। জ্যামের কারণে ফ্লাইট মিস করেন কিনা এটা ভেবে খুব চিন্তিত হয়ে যান এবং উনার আহাল বাসায় ফিরে যাওয়ার কথা বলেন কারণ ফ্লাইট ছাড়ার সময় হয়ে গিয়েছিল, যেয়েও কোন লাভ হবে না। উনাদের হাতে শুধুমাত্র ৫ মিনিট সময় বাকি ছিল। আর রাস্তায় এমন জ্যাম ছিল যে ৫মিনিটে পৌঁছানো কখনোই সম্ভব ছিল না। উপায়ান্তর না পেয়ে উক্ত পীরবোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে স্মরণ করতে থাকেন। উনাকে স্মরণ করা অবস্থায় হঠাৎ জ্যাম ছেড়ে দেয়। এর কিছুক্ষন পর উনারা এয়ারপোর্টে যেয়ে পৌঁছেন যা ছিল পরিপূর্ণভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার গায়েবী মদদ মুবারক। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) উনারা এয়ারপোর্টে পৌঁছে দেখেন কোন এক কারণে ফ্লাইট তখন ও ছাড়ে নি। ১৫মিনিট পর ছাড়বে। সাধারণত ফ্লাইট যথাসময়ই ছাড়ে সময় আগে পরে হয় না। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে স্মরণ করার মাধ্যমে সাহায্য চাওয়ার কারণে কুদরতী ফায়সালা মুবারক হয়ে যায়।(সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
 মূলত, ওলীআল্লাহ গণ উনাদের উসিলায় মহান আল্লাহ পাক তিনি সমস্ত অসম্ভব বিষয়গুলিকেও সম্ভব করে দেন। কেননা উনারা হলেন মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং মহান আল্লাহ পাক উনার বন্ধু। উনারা যা চান মহান আল্লাহ পাক তিনি তাই দান করেন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনিও মহান আল্লাহ পাক উনার মনোনীত এবং হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খাছ আওলাদ। মহান আল্লাহ পাক তিনি যেন হাক্বীক্বীভাবে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হাক্বীক্বী হক্ব আদায় করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট