এক পীর ভাই তিনি উনার পরিবার-পরিজনসহ দুবাই যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু সেই সময়ে দুবাই ভিসা এত সহজলভ্য ছিল না।তাই তিনি পররাষ্ট্রমন্ত্রনালয়ের মাধ্যমে ভিসার আবেদন করেন। এরপর বাংলাদেশ এ্যামবেসী থেকে পুরো পরিবারের ভিসা নিশ্চিত করা হয়। যেহেতু ভিসা হয়ে গেছে তাই উক্ত পীর ভাই পরিবারের সকল সদস্যের জন্য টিকিট করে ফেলেন। এদিকে ভিসা হাতে পাওয়ার পরে দেখা গেল, পরিবারের দুইজনের (উক্ত পীর ভাই এবং উনার ছেলে) ভিসা হয়নি। এমতাবস্থায় সবাই খুব চিন্তায় পড়ে গেলেন। এর মাঝে আবার জুমুয়াবার, সাপ্তাহিক ছুটি। ছুটির দিনে তো আর কোন কিছু করা সম্ভব নয়। তাই পীর ভাই এবং উনার আহলিয়া দরবার শরীফে আসলেন এবং উনার আহলিয়া সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নুরুদ দারাজাত মুবারকে আরজী পেশ করলেন যেন সহজেই সমাধান হয়ে যায় এবং দোয়া মুবারক চাইলেন। ঠিক পরের দিন জুমুয়াবার অফিস থেকে ফোনে জানানো হয় যে, বাকি দুইজনের ভিসাও হয়ে গেছে। উক্ত পীর ভাই উনার আহলিয়া জানান যে, ছুটির দিন সব বন্ধ থাকে; সেদিন ভিসা পাওয়ার কোন সম্ভাবনা ছিলনা। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট জানানোর কারণে, দোয়া মুবারক নেয়ার কারণে তা সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ!
সমস্ত অসম্ভব ও অকল্পনীয় বিষয়গুলো সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে জানানোর ফলে উনার সুমহান সম্মানার্থে মহান আল্লাহ পাক তিনি উক্ত বিষয়গুলো সহজ ও সম্ভব করে দেন। যা কিনা সাধারণ মানুষের চিন্তা ও কল্পনার বাহিরে।
মহান আল্লাহ পাক উনার নিকট আরজী, আমরা যেন সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পুত-পবিত্র ক্বদম মুবারক উনার মধ্যে সন্তুষ্টি মুতাবেক ইস্তেকামত থাকতে পারি। (আমীন)