কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-(১৪)


 একবার এক পীরবোন এবং উনার পরিবার কুমিল্লা থেকে ঢাকায় আসছিলেন। উনাদের বাসটা খুব স্পীডে চলছিল। বারবার তা অন্য গাড়ি বা বাসগুলোকে ওভারটেক করে সামনে এগিয়ে যাচ্ছিল। সবাই খুব ভয় পাচ্ছিলেন যে গাড়িটা এক্সিডেন্ট করে কিনা! তাই উক্ত পীরবোন এবং উনার পরিবারের সকলেই সায়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে মনে মনে স্মরণ করতে শুরু করেন। উনাদের বাসের সামনে একটি বাস খুব ধীরে ধীরে চলছিল এটা দেখে উনাদের বাসের ড্রাইভারটি ওভারটেক করতে গেল। ঠিক সেই মূহুর্তে  সামনের বাসটিও তাদের স্পীড বাড়িয়ে দিল। তারা উভয়ে একে অপরকে ওভারটেক করতে যেয়ে দু’টো বাসের পরস্পর সংঘর্ষ হল। যে পাশে সংঘর্ষ হয়েছে ঐ পাশের সবগুলো জানালার গ্লাস ভেঙ্গে গেল এবং সে পাশে বসা সকলেই হতাহত হলো অর্থাৎ সকলেরই শরীরের কোন না কোন অংশ কেটে গেল বা ক্ষতি হলো। ঐ পাশেই বসা ছিলেন উনার বাবা এবং ছোট বোন কিন্তু একমাত্র উম্মুল উমাম আলাইহাস সালাম  উনাকে স্মরণ করার কারণেই উনাদের কিছুই হয়নি। উনারা সম্পূর্ণ অক্ষত ছিলেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সন্তানগণ যেকোন বিপদ আপদ ও সমস্যায় পড়ে উনাকে স্মরণ করলে তারা যে অবস্থাতেই থাকুক না কেন তিনি উনার সন্তানদেরকে সমস্ত বিপদ-আপদ ও সমস্যা হতে রক্ষা করেন এবং কুদরতীভাবে হিফাযত করেন। 
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে উনার হাক্বীক্বী সন্তান হওয়ার তাওফীক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট