কারামতে মুত্বহ্হারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-১৫



এক সালিকের আম্মা সবসময় রাজশাহীতে উনাদের বাড়িতে একা একাই থাকেন। তবে মাঝে মাঝে ঢাকায় উনার মেয়েদের বাড়িতে বেড়াতে আসেন। দেখা যায় ঢাকায় আসলে উনার প্রায় এক বছরের মত থাকা হয়। আর যখন ঢাকায় থাকেন তখন ওই সালিকের চাচাদেরকে বলেন যাতে তারা উনার বাড়িটি দেখাশুনা করে। একবার তিনি ঢাকায় উনার মেয়ের বাড়িতে আসলেন। কিছুদিন পর খবর আসলো যে, উনাদের ঘর থেকে একটু পরপর বিষাক্ত সাপ বের হচ্ছিল। যার কারনে ভয়ে উক্ত বাড়িতে কেউ ঢুকতে পারছিল না। তখন উক্ত পীরবোন চিন্তিত হলেন। কেননা, উনাদের পাকা ঘর, সেখানে কীভাবে সাপ আসবে। পরে উনি দরবার শরীফে এসে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট বিষয়টি জানালেন এবং দোয়া মুবারক চাইলেন। দোয়া মুবারক চেয়ে বাসায় যাওয়ার পর বাড়ি থেকে খবর আসলো, এখন আর ঘরে কোন সাপ দেখা যাচ্ছে না বা কোন জায়গা থেকে সাপ বের হচ্ছে না। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম) মূলত সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারক উনার উসীলায় বিষাক্ত সাপের ভয় ও আক্রমণ থেকে মুক্তি লাভ করা সম্ভব হয়েছে। যখনই কোন পীরবোন কোন ভয়ে আতঙ্কিত হয়ে এবং বিপদগ্রস্থ হয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার স্মরণাপন্ন হয়ে উনার ক্বদম মুবারকে আরজি পেশ করেন, সাথে সাথেই উনার ফায়িয তাওয়াজ্জুহ মুবারক উনার বদৌলতে তা থেকে পরিত্রাণ লাভ করা সহজ ও সম্ভব হয়ে যায়। মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে উনার মুবারক সোহবতে এসে হাক্বীক্বী ফায়িজ তাওয়াজ্জুহ হাছিল করার তাওফীক্ব দান করুন। আমীন!

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট