এক পীর বোন সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুরিদ হওয়ার পর থেকে দরবার শরীফে আসা-যাওয়া করতেন এবং যেয়ে বাসায় আঞ্জুমান করতেন। কিন্তু উনার আম্মা বিষয়গুলো পছন্দ করতনা, তাই উনাকে আনজুমানের কাজে বাধা দিত। একদিন উনি স্বপ্নে দেখলেন যে, উনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সাথে সাক্ষাৎ মুবারক করার জন্য খানকা শরীফ উনার সামনে দাঁড়িয়ে আছেন। তিনি খানকা শরীফ উনার মধ্যে ঢুকতে চাচ্ছিলেন কিন্তু কয়েকজন খাদিমা উনাকে বাধা প্রদান করেন এবং ঢুকতে দেননি। কিছুক্ষন পরে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি তাশরীফ মুবারক আনেন এবং উক্ত পীরবোনকে “উম্মুল উমাম” কিতাব খানা দেন এবং বলেন, “নাও তুমি এই কিতাব খানা নিয়মিত পড়বে, তাহলে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে।” এ স্বপ্ন দেখার পর উক্ত পীরবোনটি নিয়মিত “উম্মুল উমাম” কিতাবখানা পড়তে থাকেন। কিতাবখানা নিয়মিত পড়ার পর থেকে এখন পর্যন্ত আর কোনদিনই উনার আম্মা উনাকে দরবার শরীফে আসা-যাওয়া করতে এবং বাসায় আনজুমান করতে বাধা প্রদান করেনি। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র ছোহবত মুবারকে যে আসে তাকে খাছ ফায়িয তাওয়াজ্জুহ মুবারক দ্বারা ইছলাহ করেন। তিনি শুধু তাকেই ইছলাহ করেন এমন নয় বরং তার মাধ্যমে তার পরিবারকেও ইছলাহ করেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
মহান আল্লাহ পাক তিনি যেন আমাদেরকে উনার মুবারক উছিলায় হাক্বিক্বী ইছলাহ দান করেন এবং হক্ব-নাহক্ব পার্থক্য করার তাওফিক দান করেন এবং সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম প্রচার-প্রসারের ক্ষেত্রে সকল বাধা অতিক্রম করে কামিয়াবী দান করেন।আমীন