এক পীর ভাই উনার আহলিয়া, উনি যখন প্রেগনেন্ট ছিলেন তখন উনার একবার ডেঙ্গু জ্বর হয়। যার কারণে ব্লাডে প্লেটলেট অনেক কমে যায়। উনি একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন মেডিসিন বিশেষজ্ঞ দেখিয়েছিলেন। ডাক্তাররা খুবই চিন্তিত হয় এবং বলে, “প্রেগনেন্সির সময় ডেঙ্গু জ্বর হওয়া, প্লেটলেট কমে যাওয়া মা এবং বাচ্চা উভয়ের জন্যই ক্ষতিকর। এ অবস্থায় প্লেটলেট না বাড়লে বাচ্চা বিকলাঙ্গও হতে পারে। যেখানে স্বাভাবিক ভাবে প্লেটলেট এর লেভেল থাকে লাখের উপরে, সেখানে উনারটা ত্রিশ হাজারে নেমে এসেছিল। উনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার ক্বদম মুবারকে বিষয়টি জানিয়ে দোয়া মুবারক চান। এরপর তিনি দোয়া মুবারক করেন এবং সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার নিয়ত করে হাদিয়া করতে বলেন। উক্ত পীরবোন তিনি হাদিয়া করে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার নিকট দোয়া মুবারক চেয়ে পুনরায় টেস্ট করেন। এরপর দেখা যায়, প্লেটলেট লাখের উপরে উঠে গিয়েছে অর্থাৎ নরমাল লেভেলে চলে এসেছে। পরবর্তীতে উনার একটি সম্পূর্ণ সুস্থ সবল ফুটফুটে মেয়ে সন্তান জন্ম গ্রহণ করে। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)।
যেকোন কঠিন রোগে আক্রান্ত হয়ে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সালিকাগণ উনার ক্বদম মুবারকে আরজী পেশ করে দোয়া মুবারক চাইলে মহান আল্লাহ পাক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দোয়া মুবারক উনার উসিলায় তাদেরকে শিফা দান করে থাকেন। যা কোন ডাক্তারের পক্ষেও সম্ভব হয় না।
মহান আল্লাহ পাক তিনি এই পবিত্র নিয়ামত মুবারক উনার যথাযথ হক্ব আদায় করার তাওফীক্ব দান করেন। (আমীন) সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম!!!