সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ উত্তমভাবে তা’যীম-তাকরীমের সাথে সংরক্ষণ করা ফরয। সুবহানাল্লাহ! পক্ষান্তরে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ ভাঙ্গা, ভাঙ্গার কাজে সহযোগীতা করা নির্দেশ প্রদান করা, স্থানান্তর করা, বিক্রি করা কাট্টা কুফরী, হারাম ও জাহান্নামী হওয়ার কারণ।
তাই সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ফরযে আইন হচ্ছে- রাস্তা-ঘাট, ফ্লাইওভার, মেট্রোরেল, নদী সংরক্ষণ বা যেকোনো উন্নয়ন মূলক কাজের অজুহাতে পবিত্র মসজিদসমূহ ভাঙ্গা, ক্রয়, স্থানান্তর ও বিক্রি করা থেকে বিরত থাকা। নচেৎ ইহকাল ও পরকালে কঠিন কাফ্ফারা আদায় করতে হবে।