মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ঐ ব্যক্তির চেয়ে বড় যালিম আর কে? যে ব্যক্তি মহান আল্লাহ পাক উনার পবিত্র মসজিদসমূহে উনার পবিত্র যিকির করতে বা উনার পবিত্র নাম মুবারক উচ্চারণ করতে বাধা দেয় এবং পবিত্র মসজিদসমূহ বিরান বা ধ্বংস করার চেষ্টা করে। নাউযুবিল্লাহ!



সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ উত্তমভাবে তা’যীম-তাকরীমের সাথে সংরক্ষণ করা ফরয। সুবহানাল্লাহ! পক্ষান্তরে মহাসম্মানিত ও মহাপবিত্র মসজিদসমূহ ভাঙ্গা, ভাঙ্গার কাজে সহযোগীতা করা নির্দেশ প্রদান করা, স্থানান্তর করা, বিক্রি করা কাট্টা কুফরী, হারাম ও জাহান্নামী হওয়ার কারণ।

তাই সরকার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ফরযে আইন হচ্ছে- রাস্তা-ঘাট, ফ্লাইওভার, মেট্রোরেল, নদী সংরক্ষণ বা যেকোনো উন্নয়ন মূলক কাজের অজুহাতে পবিত্র মসজিদসমূহ ভাঙ্গা, ক্রয়, স্থানান্তর ও বিক্রি করা থেকে বিরত থাকা। নচেৎ ইহকাল ও পরকালে কঠিন কাফ্ফারা আদায় করতে হবে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট