31st নাইট পালন করা মুসলমানদের জন্য হারাম । উদযাপন করা কুফুরি ।



৩১st নাইট পালন করলে মুসলমানরা যা যা পাবে - 
১. ঈমান নষ্ট হয়ে হয়ে যাবে । 
২. বিয়ে করে থাকলে বউ তালাক হয়ে যাবে । 
৩. বাবার ওয়ারিস্বত্ব নষ্ট হয়ে যাবে। মানে সে বাবার কোন সম্পত্তিতে কোন ভাগ পাবেনা । 
৪. হজ্জ্ব করে থাকলে তা সাকেত বা নষ্ট হয়ে যাবে । 
৫. এই অবস্থায় মারা গেলে তার কাফন , দাফন , জানাযা কানটাই করা জায়েজ হবনা । 
৬. এই হারাম কাজের পর মারা গেলে তাকে কুকুর , শৃগালের মতো মাটিতে পুঁতে রাখতে হবে । 
৭. তার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে । 
৮. আবার ,শুভ নববরষ, হ্যাপি নিউ ইয়ার দিলেও আমল নষ্ট হয়ে যাবে। 

31 st নাইটের কোন ভালো দিক তো নাই ই । বরং এই দিনে কোটি কোটি হারাম ও অসামাজিক কাজ সংগঠিত হয়ে থাকে । 
হারাম ও অসামাজিক কাজের কিছু নমুনা- 

১.এই দিনে বিভিন্ন হোটেলে চলে মদ ও নারীর মেলা । 
২. যে যার সাথে খুশি খারাপ কাজ করতে পারে । 
৩.ছেলে-মেয়ের এক সাথে নাচা- নাচি করে । 
৪. ছোট - বড় সবাই এক সাথে মদ খায় । 
৫. অনেক ছেলে মেয়ে হারাম ভাবে তাদের মনের কুকাজ গুলো করে থাকে । বিশেষ করে , নিজের পবিত্র চারত্রকে বিলিয়ে দেয় অন্যের হাতে । 
৬. তারা বিভিন্ন জায়গায় আতশ বাজি , এবং বন্দুকের গুলি ছোড়ে যা পরিবেশে ও সমাজের জন্য হুমকির কারণ হয়ে ওঠে । 
হাদীস শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে , মান তাশাববাহা মিন কওমিন ফাহুয়া মিনহু - ( অর্থ - যে যে সম্প্রদায়ের সাথে মিল রাখবে তার সাথে তার হাশর নাশর হবে ) ।
৩১st হলো বিধরমীদের কালচার বা নিয়ম কানুন । 
তাই মুসলমনাদের জন্য ফরয ওয়াজীব হলো বিজাতীয় কালাচার বাদ দিয়ে ইসলামী নিয়ম নীতি অনুসরণ অনুকরণ করা । 

আল্লাহ পাক আমাদের সবাইকে হিদায়েত দান করুন ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট