নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ি এলাকার মেসার্স আল সাজেদা ফিলিং স্টেশন নামের একটি পেট্রোল পাম্প ১০ লিটারে ২টি ডিজেল ইউনিটের ১টিতে ৮০০ মিলিলিটার কম দেয়। তেল কম দেয়ার প্রমাণ পাওয়ায় সাজেদা ফিলিং স্টেশনসহ মোট ৪টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দেয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বিএসটিআই।
অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার যাত্রাবাড়ি এলাকার মেসার্স আল সাজেদা ফিলিং স্টেশন, প্রতি ১০ লিটারে ২টি ডিজেল ইউনিটের ১টিতে ৮০০ মিলিলিটার এবং অপরটিতে ৫০০ মিলিলিটার জ্বালানি তেল কম দেয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা করা হয়।
একই অভিযানে দক্ষিণ কমলাপুর এলাকার অভি বেকারী অ্যান্ড ফুড প্রোডাক্টস, কমলাপুর বাজার রোডে অবস্থিত নিউ আনার বেকারী অ্যান্ড কনফেকশনারি এবং বড় মগবাজার এলাকার বনফুল অ্যান্ড কোং বিএসটিআই হতে মোড়কজাত পণ্যের সনদ এবং ভেরিফিকেশন সনদ গ্রহণ ছাড়ায় পণ্য বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
বিএসটিআইয়ের এ অভিযানে সংস্থাটির উপ-পরিচালক গোলাম মোনেমের নেতৃত্বে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার ও পরিদর্শক রঞ্জিত মল্লিক অংশগ্রহণ করেন।