উস্তাদুল উলামা ওয়াল মাশায়িখ, আওলাদে রসূল সম্মানিত হযরত নানা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উসীলায় আমরা পেলাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে

সম্মানিত সাইয়্যিদুশ শুহূর পবিত্র রবীউল আউওয়াল শরীফ মাস এমনিতেই অনেক সম্মানিত হয়েছেন। কারণ এই পবিত্রতম মাসে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়াবাসীর মুক্তি ও নাজাতের জন্য তাশরীফ মুবারক নিয়েছেন। সুবহানাল্লাহ! 
পবিত্র এই মাসে ত্বাহিরা, ত্বইয়িবা, আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্তর্ভুক্ত, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু'মিনীন, নক্বশায়ে কুবরা, নকশায়ে যাহরা, আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আম্মাজী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনি মুবারক তাশরীফ নিয়েছেন। সুবহানাল্লাহ! 
বলাবাহুল্য যে; সম্মানিত নানা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় আমরা পেলাম হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম  উনাকে। সুবহানাল্লাহ!
যেমনভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দুনিয়াবাসীর মুক্তি ও নাযাতের জন্য তাশরীফ মুবারক নিয়েছিলেন, আর সাইয়্যিদাতুনা হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা তাশরীফ মুবারক নিয়েছিলেন নারীকুলের মুক্তি ও নাজাতের জন্য। 
ঠিক তেমনি উানাদের কায়িম-মাক্বাম হিসেবেই ত্বাহিরা, ত্বইয়িবা, ক্বায়িম-মাক্বামে উম্মাহাতুল মু’মিনীন, নক্বশায়ে কুবরা, নকশায়ে যাহরা, আওলাদে রসূল, উম্মুল উমাম হযরত আম্মাজী ক্বিবলা কা’বা আলাইহাস সালাম তিনিও বর্তমান যামানার নারীকুলের মুক্তি ও নাজাতের জন্য সম্মানিত নানা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক উসীলায় তাশরীফ মুবারক নিয়েছেন এবং সমস্ত মহিলাকুল উনাদেরকে মুবারক ছোহবত ও মুবারক তা’লীম দিয়ে যাচ্ছেন। নিয়মিতভাবে ফাল-ইয়াফরাহু সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে যাচ্ছেন। সুবহানাল্লাহ!
সম্মানিত ও বরকতময় ১১ই রবীউল আউওয়াল শরীফ হযরত আবু উম্মিল উমাম সাইয়্যিদুনা হযরত নানা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। মহান আল্লাহ পাক উনার রেযামন্দি-সন্তুষ্টির মধ্যে নিমগ্ন হয়ে মহান আল্লাহ পাক উনার মুবারক দীদারে চলে গেছেন। 
যার কারণে উক্ত দিবসটি সম্মানিত ও বরকতময় হয়েছেন। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট