একজন সালিকার একবার অসুস্থতা দেখা দেয়। একপর্যায়ে অসুস্থতা এত কঠিন হয়ে যায় যে, দাঁড়ালেই উনার মাথা ঘুরাতো। এ অবস্থায় একদিন তিনি পবিত্র দরবার শরীফে অবস্থান করেন। ঐ সময়ে উনার মাথা ঘুরাতে থাকলে তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার কাছে গিয়ে সমস্যার কথা জানান। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উনাকে লিকার চা খেতে বলেন। উনার পরামর্শ মুতাবেক উক্ত পীরবোন তিনি তখনই বাসায় চলে যান এবং বাসায় যেয়ে লিকার চা খান। তিনি নিজেই বর্ণনা করেন যে, আশ্চর্যের বিষয় হলো, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দয়া-দান, ইহসান মুবারক উনার বদৌলতে লিকার চা খাওয়ার সাথে সাথেই উনার শরীর হালকা হয়ে যায়, মাথা ঘুরানো ভাল হয়ে যায় এবং এ রোগ সংক্রান্ত আরো যত সমস্যা ছিল সব দূর হয়ে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। আর এই পর্যন্ত আর কখনো উনার এই সমস্যাটি হয়নি। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসীলায় সর্ব রোগের শিফা লাভ হয়। উনার মুবারক উছিলাতেই সালিকাগণ সুস্থতা লাভ করছে এবং প্রশান্তি অনুভব করছে। সুবহানাল্লাহ! যারা মহান আল্লাহ পাক উনার খাছ ওলীআল্লাহ উনারা ছহিবে কুন ফায়াকুন উনার অধিকারী। মহান আল্লাহ পাক উনার প্রদত্ত ক্ষমতা মুবারক অনুযায়ী উনারা যা চান তাই হয়। এজন্য যত কঠিন বিপদই হোক না কেন এমনকি মৃত্যু পথযাত্রী মানুষকেও সম্পূর্ণ সুস্থতা মুবারক দান করতে উনারা সক্ষম হন। অনুরূপ মহান আল্লাহ পাক উনার মনোনীত ও খাছ ওলীআল্লাহ হলেন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনাকে নিয়ামত মুবারক হিসেবে পাওয়ার কারণে সর্বোচ্চ শুকরিয়া আদায় করার তাওফীক্ব দান করেন এবং উনার নূরুদ দারাজাত (ক্বদম)মুবারকে হাক্বীক্বী সন্তুষ্টি-রেযামন্দি মুবারক নিয়ে ইস্তেকামত থাকার তাওফীক্ব দান করেন। আমীন!