সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পর পবিত্র দ্বীন ইসলাম উনার বিধান অনুযায়ী উনাকে গোসল মুবারক করিয়ে বরকতময় কাফন মুবারক পরিয়ে দাফন মুবারক সম্পন্ন করা হলো তখন অবশ্য জানাযা পড়ার বিধান নাযিল হয়নি। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার প্রতিশ্রুতি অনুযায়ী আপন কাপড় মুবারক দ্বারা উনাকে কাফন মুবারক পরালেন এবং নিজ হাত মুবারক-এ পবিত্র রওযা শরীফ-এ নামালেন।
উনার দাফন মুবারক যখন সম্পন্ন করলেন, কিছুক্ষণের মধ্যে সকলেই চলে গেল, কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার পবিত্র রওযা শরীফ উনার পাশে অনেকক্ষণ অবস্থান করলেন, উনারপর উনার জন্য মহান আল্লাহ তায়ালা উনার দরবারে দোয়া করে চলে আসলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা এ দৃশ্য দেখে জিজ্ঞাসা করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনাকে তো ইতঃপূর্বে কোনো মৃত ব্যক্তির কবরের পাশে অবস্থান করতে দেখিনি। জাওয়াবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম তিনি ছিলেন আমার নিকট সবচেয়ে প্রিয়। উনার উপর আমার অনেক হক্ব ছিল। সাধারণত মৃত ব্যক্তিকে কবরস্থ করার পর উভয় দিক হতে মাটি এসে মৃত ব্যক্তিকে চূর্ণ-বিচূর্ণ করে ফেলে। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার কবরের আযাবের প্রতি অত্যন্ত ভয় ছিল। পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করার পূর্বে তিনি আমার থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন। আমি সেই ওয়াদা পালন করার জন্যই ঐরূপ করেছি। উনার দাফন মুবারক সম্পন্ন করার পর আমি মুনকার-নাকীর হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সুওয়ালের জাওয়াব দেয়ার জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘ সময় অপেক্ষা করার পর হযরত জিবরীল আলাইহিস সালাম তিনি এসে আমাকে জানালেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি কী জন্য এখানে অপেক্ষা করছেন? আপনি যে কারণে এখানে অপেক্ষা করছেন তা তো ফায়ছালা হয়ে গেছে। স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি মুনকার-নাকীর হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম সালাম উনাদের ডেকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার তরফ থেকে সুওয়ালের জাওয়াব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ! আপনাকে এ সংবাদ জানানোর জন্যই আমাকে পাঠানো হয়েছে।