সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালনকারী যাবতীয় বিপদ-আপদ থেকে হেফাযত থাকবে

মুসলিম বিশ্বে যিনি সবচেয়ে বেশি কিতাব লিখেছেন, যিনি হিজরী দশম শতাব্দীর মুজাদ্দিদ ও ইমাম, সুলত্বানুল আরিফীন হযরত জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন-
مَا مِنْ مُسْلِمٍ قَرَاَ فِىْ بَيْتِه مَوْلِدَ النَّبِىِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِلا رَفَعَ اللهُ سُبْحَانَه وَتَعَالٰى اَلْقَحَطَ وَالْوَبَاءَ وَالْحَرْقَ وَالْغَرَقَ وَالاَفَاتِ وَالْبَلِيَّاتِ وَالْبَغْضَ وَالْحَسَدَ وَعَيْنَ السُّوْءِ وَاللُّصُوْصِ عَنْ اَهْلِ ذٰلِكَ الْبَيْتِ فَاِذَا مَاتَ هَوَّنَ اللهُ عَلَيْهِ جَوَابَ مُنْكِرٍ وَنَكِيْرٍ وَيَكُوْنُ فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ.
অর্থ: “যখন কোনো মুসলমান নিজ বাড়িতে ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করে তখন সেই বাড়ির অধিবাসীগণের উপর থেকে মহাআল্লাহ পাক অবশ্যই খাদ্যাভাব, মহামারি, অগ্নিকা-, ডুবে মরা, বালা-মুছিবত, হিংসা-বিদ্বেষ, কুদৃষ্টি, চুরি ইত্যাদি উঠিয়ে নেন। যখন উক্ত ব্যক্তি মারা যান তখন আল্লাহ পাক উনার জন্য মুনকার-নকীরের সুওয়াল-জাওয়াব সহজ করে দেন। আর উনার অবস্থান হয় আল্লাহ পাক উনার সন্নিধানে সিদকের মাক্বামে।” সুবহানাল্লাহ! (আন নি’য়ামাতুল কুবরা)
খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিশেষ দয়, দান, ইহসান, ফযল ও করম হলো আখিরী রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন নাবিয়্যিন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তিনি হলেন রহমত, বরকত. সাকীনার উসিলা, অন্তরের ব্যাধি সমূহের আরোগ্যদানকারী, মু’মিনদের জন হিদায়াত। তিনি হলেন সুসংবাদ দাতা, ভয়প্রদর্শনকারী, সাক্ষীদাতা। মহান আল্লাহ পাক উনাকে হাদিয়াস্বরূপ দিলেন কায়িয়াতবাসীকে। কায়িনাত বাসীর দায়িত্ব-কর্তব্য, হলো খুশি প্রকাশ করা, উনার তাযীম-তাকরিম করা, সম্মান করা, খিদমত করা, আর এই খুশি প্রকাশ করাটা হলো কায়িনাতের সবকিছুর চেয়ে উত্তম, তিনি যেমন কায়িনাতের সবছিুর চেয়ে উত্তম, সম্মানিত ও ফযীলত প্রাপ্ত, উনার সাথে সম্পৃক্ত সব কিছুই কায়িনাতে সর্বাধিক প্রিয়, সম্মানিত, ফযীলত প্রাপ্ত।উনার পবিত্র বিলাদত শরীফ তথা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তা কায়িনাতের সবকিছুর চেয়ে ফযীলত প্রাপ্ত ও সম্মানিত। যারা সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করবে তারা ইহকাল-পরকাল দুই জাহানে কাময়াবী হাসিল করবে, মর্যাদা হাসিল করবে। যদি কোন মুসলমান নিজ বাড়ীতে খুশির সহিত সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ পালন করে তখন সেই বাড়ির অধিবাসীগণের উপর থেকে মহান আল্লাহ পাক তিনি অবশ্যই খাদ্যাভাব, মহামারি, অগ্নিকা-, ডুবে মরা, বালা-মুছিবত, হিংসা-বিদ্বেষ, কু-দৃষ্টি, চুরি ইত্যাদি উঠিয়ে নেন। সুবহানাল্লাহ!

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট