আসমান জমিন কাদিয়ে দেন পারি শাহে দাদী

* আসমান জমিন কাদিয়ে দেন পারি শাহে দাদী ,
রসুল রবের দিদারে গেলেন সাইয়্যিদা দাদী ৷

* মোদের কে করে এয়াতীম চলছেন পথে অসিম 
আর আসবেন না ফিরে এ ধরায় কুবরা দাদী ৷

* তাজিম করে মালায়িক শাহি দরবারে পৌছান ঠিক,
ফেরদাউসি মাকামে আসিন সালাম আপনায় দাদী ৷

* নেই চিন্তা দুজাহানে রহেন বিরল সম্মানে ৷ 
উম্মু মুজাদ্দেদ আপনি হে নূরানী দাদী ৷

* মুর্শেদী মোদের তব আওলাদ কদমে আবাদুল আবাদুল ৷
রাখুন অধীন আওয়াল আখির হে জান্নাতী দাদী ৷

* নাতীরা ক্ষমা চাহি চিরদিন তাবে রহি 
আখিরী অভিপ্রায়  জানায় হে মহিওশি দাদী ৷
 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট