হে শাহ দামাদ, হে শাহ দামাদ
আপনায় জানাই মুবারকবাদ
সত্য ও ন্যায়ের নূরী প্রতীক
সুন্নাহ পালনে সদা নির্ভীক
আমার আক্বা শাহে দামাদ
আপনায় জানাই মুবারকবাদ।
জ্ঞান-বিজ্ঞান আপনার কদম তলে
বাহরুল ইলম আপনার মূলে
শাহান শাহে আবাদুল আবাদ
আপনায় জানাই মুবারকবাদ।
নূর ধারণে হন মহীয়ান
ভুবন বিজয় আপনারই শান
হে নূরানী মেছালে ছমাদ
আপনায় জানাই মুবারকবাদ।
তৌহিদে আপনার বজ্র গতি
রিসালত ভুবনে হন ভূপতি
আপনার শত্রুরা হবে বরবাদ
আপনায় জানাই মুবারকবাদ।
আহলু বাইতী পবিত্র নূর
আল্লাহ রসূলী নাজে ভরপুর
আপনার শানে পড়ি মীলাদ
আপনায় জানাই মুবারকবাদ।
হে আক্বা নিশানে মুর্শিদ
করুণায় কবুল করুন উমীদ
আক্বায়ে জাহান রসূলী আওলাদ