ব্যাপক শান শওকতে রাজারবাগ দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত (জাগো নিউজ)

রাজধানীর রাজারবাগ দরবার শরীফে মহাসমারোহে ও ব্যাপক শান শওকতে পালিত হয়েছে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ তথা ঈদে মিলাদে হাবিবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনটি উপলক্ষে ‘আর্ন্তজাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের’ উদ্যোগে রাজারবাগ শরীফ সুন্নতি মসজিদে রাতব্যাপী ওয়াজ মাহফিল, ‘কোটি কোটি কণ্ঠে মীলাদ শরীফ’, ঢাকা মহানগর প্রদক্ষিণ এবং হাজার হাজার প্যাকেট তবারক বিতরণ করা হয়। এছাড়া মজলিশের পক্ষ থেকে ৬৩ দিনব্যাপী প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক আলোচনা মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার (৯ নভেম্বর) বাদ আসর থেকে ফজর পর্যন্ত বিষয়ভিত্তিক আলোচনা মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বিশেষ নসিহত মুবারক করেন এবং আখেরি মোনাজাত পরিচালনা করেন রাজারবাগ দরবার শরীফের মুজাদ্দিদে আযম সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। মাহফিলে পবিত্র ঈদে মিলাদে হাবিবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধীদের এক হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করা হয়।

প্রধান অতিথির আলোচনায় রাজারবাগ শরীফের সাইয়্যিদুনা হযরত মুর্শিদ কিবলা বলেন, মহান আল্লাহ পাক সূরা ইউনুস শরীফের ৫৮ নম্বর আয়াতে এরশাদ করেন, ‘হে আমার হাবিব (সা.), আপনি উম্মতকে জানিয়ে দিন, মহান আল্লাহ পাক তিনি ফযল-করম এবং রহমত হিসেবে উনার প্রিয়তম হাবিব হাবিবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে হাদিয়াস্বরূপ দিয়েছেন, যেন তারা খুশি প্রকাশ করে।’ এ আয়াত শরীফ অনুযায়ী, নুরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুজুর পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার আগমন উপলক্ষে খুশি প্রকাশ করা কুল কায়িনাতের জন্য ফরজের অন্তর্ভুক্ত।

বিশেষ মোনাজাত শেষে সকালে সারাদেশ থেকে আগত হাজার হাজার মুরিদ, মুতাক্বীদ, মুহিব্বীনগণের অংশগ্রহণে এবং অনলাইনে জাজিরাতুল আরব, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে অনলাইনের মাধ্যমে ‘কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ’ পাঠ করেন। অনুষ্ঠানে বাংলা, আরবি এবং ইংরেজি তিন ভাষায় ঘোষণা দেয়া হয়।

পবিত্র মিলাদ শরীফ অনুষ্ঠানের শেষে সংক্ষিপ্ত বয়ানে দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যিনাত পত্রিকার নির্বাহী সম্পাদক আল্লামা আবুল খায়ের মুহম্মদ আযীযুল্লাহ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ বিরোধীদের প্রতি এক হাজার কোটি টাকার চ্যালেঞ্জ ঘোষণা করেন।

‘কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ’ অনুষ্ঠান শেষে আর্ন্তজাতিক সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উদযাপন মজলিসের উদ্যোগে ঢাকা মহানগরের বিভিন্ন শাখা সড়কসহ প্রধান প্রধান সড়কে শত শত গাড়ির বহর ‘শহর প্রদক্ষিণ’ করে এবং হাজার হাজার প্যাকেট তবারক বিতরণ করে। এতে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা জজবা পরিলক্ষিত হয়।

এর আগে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফের সম্মানার্থে রাজারবাগ দরবার শরীফের পক্ষ থেকে সারাদেশে পোস্টার, ব্যানার, লিফলেট, দেয়াল লিখন, অনলাইনে ব্যাপক প্রচার প্রসার করা হয়। পাশাপাশি সংবাদ সম্মেলন এবং চিঠির মাধ্যমে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয়ে সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ ব্যাপকভাবে উদযাপনে ১২টি বিষয় জারির আহ্বান জানানো হয়।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট