কার্ডিওভাসকুলার হেলথ বা হৃদযন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখার জন্য নিয়মিত তালবিনা খাওয়ার অভ্যাস করুন।
আপনি কি করোনারি আর্টারি ডিজিস অথবা হৃদরোগে আক্রান্ত?
আপনার কি প্রায় সময় বুকে ব্যথা হয় অথবা ঘন ঘন হার্ট অ্যাটাক হচ্ছে অথবা আপনার কি হার্টে ব্লক ধরা পড়েছে?
আপনি কি উচ্চ রক্তচাপ জনিত সমস্যায় ভুগছেন অথবা স্নায়ুবিক ও শারীরিক দুর্বলতাজনিত সমস্যা লক্ষ করছেন?
আপনি কি এসব সমস্যা থেকে দুশ্চিন্তা মুক্ত থাকতে চান? তবে আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনাকে আর কষ্টার্জিত অর্থ ব্যয় করে চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হবে না। হাদিস শরিফ উনার উপর শতভাগ আস্থা,এবং গবেষণায় প্রমাণিত এবং ব্যবহারিক ফলাফল সহ হৃদযন্ত্রের সুস্বাস্থ্য ধরে রাখার জন্য সুন্নতি পুষ্টি উপাদান তালবিনা এখন আপনার হাতের কাছেই। এটি নিয়মিত পান করার মাধ্যমে আপনি হয়ে উঠবেন সুস্থসবল ও প্রাণবন্ত।
তালবিনা এ রয়েছে অ্যামিনো অ্যাসিড, এটি এতটাই শক্তিশালী যে, বিজ্ঞানীরা এটাকে "অলৌকিক অণু" বা "Miracle Molecule" হিসেবে আখ্যায়িত করেছেন। এর বিশেষ গুণের কারণে আমাদের শরীর L-Arginine কে Nitric Oxide এ রূপান্তর করে Blood Vessels-কে প্রশস্ত ও খুলে দেওয়ার মাধ্যমে বাঁধাগ্রস্ত রক্তের চলাচল প্রক্রিয়া সুগম করে দেয়। মাত্রানুযায়ী রক্ত সঞ্চালন আমাদের শরীরে অনেক গুরুত্বপূর্ণ কার্যাবলীতে সহায়তা করে, যা নিয়মিত সুন্নতি তালবিনা পান করে বজায় রাখা সম্ভব।
তালবিনা পানের কিছু গুরুত্বপূর্ণ উপকার
০১) সুস্থ ও স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে।
০২) স্বাভাবিকভাবে কার্ডিওভাসকুলার হেলথ বা হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে।
০৩) ফুসফুসের কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।
০৪) নার্ভাস সিস্টেমকে সুস্থ রাখতে সাহায্য করে।
০৫) হাঁড় এবং কোষের বৃদ্ধি ও পুনর্গঠনে সহায়তা করে।
০৬) পুরুষের শক্তি বৃদ্ধি ক্ষমতা পুনর্বহাল করতে সাহায্য করে।
০৭) চর্বি ও শর্করার বিপাকীয়তায় সাহায্য করে।
০৮) অ্যান্টি-এইজিং হরমোন তৈরিতে সহযোগিতা করে।
০৯) ইমিউন সিস্টেমকে কার্যকর রাখতে বা রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে।
১০) পেশী বৃদ্ধিতে সহযোগিতা করে এবং এটি শরীরচর্চাকারী উনাদের জন্য অত্যন্ত উপকারী।
১১।এটি হৃদযন্ত্রের সুস্থতা ও ইমিউন প্রক্রিয়াকে কার্যকরী ও সচল রাখে।
স্বাস্থ্যের বহুবিধ উপকারিতার জন্য তালবিনা দেহে অনেক উত্তেজনাকর ঘটনার অবতারণা করে থাকে, এতে অবাক হওয়ারও কিছু নেই। তালবিনা এবং এর শক্তিশালী পুষ্টি সমৃদ্ধ উপাদানের ফলশ্রুতির মাধ্যমে আপনার পুরো পরিবারের সুস্বাস্থ্য সুরক্ষিত হবে।
তালবিনা এর উপকারী বর্ণিত করে অনেক হাদিস শরীফ আছে। এটি যুবক, প্রাপ্তবয়স্ক এবং বৃদ্ধ সকলের জন্য নিরাপদ, উপকারি এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন।
নিয়মিত তালবিনা গ্রহণ করলে শারীরিক-মানসিক সুস্থতা বজায় থাকার অতুলনীয় কার্যকরী ফলাফল পাওয়া যায়।
স্থান : পবিত্র রাজারবাগ দরবার শরীফ,ঢাকা। ৫ আউটার সার্কুলার রোড রাজারবাগ শরীফ,ঢাকা-১২১৭ পুলিশ নাইন ৩নং গেটের বিপরীতে পবিত্র "সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ গেট"
সুন্নতি খাবার ও দ্রব্য সামগ্রী পেতে অর্ডার দিতে কল করুন ৷
+8801711272773
+8801711272782
+8801711272786