উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বাণিজ্যের কাফেলা নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সিরিয়ায় ছফর মুবারক করছিলেন, তখন এমন সব ঘটনাবলী সংঘটিত হতে থাকে যা দ্বারা একদিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নবুওওয়ত ও রিসালত মুবারক প্রকাশের বিষয়টি সুস্পষ্ট হচ্ছিল, অপরদিকে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি “উম্মুল মু’মিনীন” হওয়ার বিষয়টিও প্রকাশিত হচ্ছিল। যেমন, কিতাবে উল্লেখ করা হয়-
فحكي أنه كان لقريش عيد في الجاهلية ، ينفرد فيه النساء عن الرجال ، فاجتمعن فيه ، فوقف عليهن يهودي وفيهن خديجة عليها السلام فقال لهن : يا معشر نساء قريش يوشك أن يبعث فيكن نبي ، فأيتكن استطاعت أن تكون له أرضا فلتفعل ، فوقر ذلك في نفس خديجة عليها السلام
অর্থ: ঘটনা বর্ণনা করা হয় যে, ইসলামপূর্ব যুগে পবিত্র মক্কা শরীফে কুরাইশদের একটি বিশেষ দিন ছিল। সেদিন মহিলাদের জন্য আলাদা বিশেষ মজলিস হতো। সেখানে মহিলারা ঈদ বা খুশি প্রকাশ করতেন। এমনি একদিন কুরাইশ মহিলারা সেখানে একত্রিত হলেন। এমতাবস্থায় সেখানে এক ইহুদী আলিম উপস্থিত হলেন। সেখানে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনিও উপস্থিত ছিলেন। তখন সেই ইহুদী আলিম ঘোষণা দিলেন যে, “হে কুরাইশ মহিলাগণ! অতি শীঘ্রই পবিত্র মক্কা শরীফে আখিরী নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার নুবুওওয়াত মুবারক প্রকাশ করবেন। আপনাদের মধ্যে যার পক্ষে সম্ভব- তিনি যেন উনার খিদমত মুবারক উনার আঞ্জাম প্রদানের কোশেশ করেন।” এই ঘটনা সংঘটিত হওয়ার পর হতে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি এই ঘটনাটাকে গুরুত্ব দিলেন এবং আখিরী নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন। তিনি আখিরী নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমত মুবারক করার দৃঢ় ইচ্ছা অন্তরে লালন করতে থাকেন। (আল আওয়ায়িল, আল হাউল কবীর।
মহান আল্লাহ পাক উনার নিদর্শনসমূহ স্বরণ করিয়ে দেয়ার লক্ষ্যে পবিত্র রাজারবাগ শরীফ উনার মধ্যে আয়োজন করা হয়েছে ৩ দিন ব্যাপী-
রুইয়াতুল আইয়াত প্ৰদৰ্শনী
সময়কাল: ২০, ২১, ২২ জুমাদাল উলা শরীফ, ১৪৪৪ হিজরী
এখানে প্রদর্শিত হচ্ছে- দুষ্প্রাপ্য ও দুর্লভ পবিত্র সুন্নতসমূহ। যেমন- কাঠের তৈরি সুন্নতি তৈজসপত্র, সুন্নতি বরকতময় খাদ্যসমূহ, সুন্নতি পোশাক পরিচ্ছদ। এছাড়া পবিত্র সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ উনার পোস্টার, লিফলেট, দাওয়াতকার্ডসহ বিভিন্ন উপহার সামগ্রী।
স্থান: সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ গেইট, রাজারবাগ দরবার শরীফ, ঢাকা-১২১৭
#22Jumadal_Ulaa