হাদীছ শরীফে বর্নিত আছে,
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم خَطَبَ إِلَى لِزْقِ جِذْعٍ وَاتَّخَذُوا لَهُ مِنْبَرًا فَخَطَبَ عَلَيْهِ فَحَنَّ الْجِذْعُ حَنِينَ النَّاقَةِ فَنَزَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَمَسَّهُ فَسَكَنَ فَقَالَ لَوْ لَمْ أَحْتَضِنْهُ لَحَنَّ إِلَى يَوْمِ الْقِيَامَةِ
“হযরত আনাস ইবনু মালিক রদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র মাসজিদে নাববী শরীফে একটি খেজুর গাছের কান্ডের সাথে হেলান/ঠেস দিয়ে খুৎবা দিতেন। তারপর উনার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগন একখানা মিম্বার স্থাপন করলেন, অতপর তিনি মিম্বারের উপর দাঁড়িয়ে খুৎবা দান করেন। সে সময় খুঁটিটি উষ্ট্রীর মতো কাঁদতে লাগল। হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিম্বার হতে অবতরণ করে তাকে স্পর্শ করলে তা কান্না বন্ধ করে (শান্ত হয়) । অতঃপর তিনি বলেন, আমি তার গায়ে হাত না বুলালে তা কিয়ামত পর্যন্ত রোনাজারি করতো।”
(দলীল: ইবনু মাজাহ ১৪১৫ , তিরমিযী শরীফ ৩৬২৭, শরহে মুশকিলুল আছার ৪১৯৪)
আয় আল্লাহ পাক! আমাদের অন্তরেও আপনার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি এমন মুহব্বত দান করুন।
সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক:
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।
حدث رائع في التاريخ في بنغلاديش
تسعين يوما طويلة المحفل
A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil
#90DaysMahfil
বিস্তারিত দেখুন: