এটাযে, স্বয়ং হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত, প্রেম , ভালোবাসা!!!
এর জন্য দাঁড়িয়ে নয়, বর্নারে নয়, বরং ছাদে দিলেও লক্ষ কোটি গুণ আনন্দের সাথেই এই মাহফিলে অংশগ্রহণ করব। ইনশাআল্লাহ!
টাকা খরচ করে অনেক আরামের জার্নি করা হয়েছে কিন্তু সেই হাজারো জার্নি একদিকে সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ উনার জার্নি হচ্ছে অন্যদিকে। সুবহানাল্লাহ!
লক্ষ কোটি জীবন একদিকে সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ মাহফিল অন্যদিকে । সুবহানাল্লাহ!
এই বিশেষ মাহফিল উনার খছুছিয়ত, বৈশিষ্ট্য ও শান্তি বলে বুঝানো যাবে না।
তাই, দেরি না করে এখনই রওয়ানা হয়ে যান ।
Map location- tinyurl.com/Rajarbag-Shareef
দুনিয়া ও আখীরাতের কল্যাণের জন্য মাহফিলে তবারুকে শরীক থাকুন। বিকাশ, 01718740742
sm40.com
sunnat.info