====================================
ইদানীং সাইয়্যিদুল আইয়াদ শরীফ তথা ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কথা শুনলে কিছু লোক বিদয়াত বিদয়াত বলে চিৎকার করে, কিতাবে নেই, পূর্বের কোনো আউলিয়াগণ করেননি ইত্যাদি ইত্যাদি নানা মিথ্যা কথা বলে থাকে। অথচ শতশত, হাজার বছর ধরে হযরত সাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ, যুগশ্রেষ্ঠ ইমাম-মুজাতাহিদ রহমতুল্লাহি আলাইহিমগণ, উলামায়ে কিরামগণ উনারা পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ মাহফিলের আয়োজন করেছেন, এতে শরীক হয়েছেন এবং এসব বরকতময় আমলের পক্ষে কিতাবও রচনা করেছেন। এখানে ঐ সকল মহান উলামায়ে কিরামগণ উনাদের কয়েকটি বিখ্যাত কিতাবের নাম উল্লেখ করা হলো।
১) হাফিযুল হাদীছ হযরত শিহাবুদ্দীন আবু মুহাম্মদ আব্দুর রহমান বিন ইসমাইল রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল বাইস আলা ইনকারি বিদাই ওয়াল হাওয়াদিস। ২) হাফিযুল হাদীছ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূতী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- হুসনুল মাকসাদ ফী আমালিল মাওলিদ লিস সুয়ূতী। ৩) আল হাবী লিল ফতওয়া লিস সুয়ূতী। ৪) হাফিযুল হাদীছ হযরত শামসুদ্দীন বিন জাযরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আরফুত তা’রীফ বিল মাওলিদিশ শরীফ। ৫) হাফিযুল হাদীছ হযরত আব্দুর রহমান ইবনুল জাওযী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওলিদুশ শরীফ লিইবনুল জাওযী। ৬) আল মাওলিদুল কাবীর লি ইবনিল হাজার। ৭) হাফিযুল হাদীছ হযরত যয়নুদ্দীন ইরাকী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওলিদুল হানী। ৮) শায়েখ হযরত ছদরুদ্দীন মাওহুর বিন ওমর জাযরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আস সীরাতুশ শামিয়াহ। ৯) হযরতুল আল্লামা ইবনে হাজার হায়তামী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফাতহুল মুবীন লি শরহিল আরবাঈন। ১০) হযরত ইমাম কুসত্বলানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মাওয়াহিবে লাদুন্নিয়া ১ম খন্ড। ১১) আল্লামা মোহাম্মদ আব্দুল বাক্বী যুরকানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- শরহে যুরকানী আলাল মাওয়াহিব। ১২) হযরত মুল্লা আলী ক্বারী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মাওয়ালিদুর রাবী ফী মাওলিদিন নবী। ১৩) শায়েখ হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মা ছাবাতা বিস সুন্নাহ। ১৪) হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মাকতুবাতে ইমাম রব্বানী ৩য় খন্ড, মাকতুব নং ৭২ ১৫) হযরত শাহ আব্দুর রহীম দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আদ্দুররুসু ছামীন ফী মুবাশশারাতিন নাবীয়্যিল আমীন। ১৬) আমীরুল মুহাদ্দিসীন ফিল হিন্দ হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফয়ূযুল হারামাইন। ১৭) হযরত শাহ আব্দুল আযীয মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আদ দুররুল মুনাযযাম। ১৮) হযরত শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহি আলাইহি উনার মিআতে মাসাঈল, মাসয়ালা নং ১৫ ১৯) হযরত মাওলানা সালামত উল্লাহ কানপুরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ইশবাউল কালাম ফী ইসবাতিল মাওলিদ ওয়াল কিয়াম। ২০) হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহমতুল্লাহি আলাইহি- ফায়সালায়ে হাফত মাসয়ালাহ। ২৩) হযরত শাহ কারামত আলী জৌনপুরী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- আল মুলাখখাছ। ২৩) হযরত মাওলানা মুফতী সাদুল্লাহ মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- ফাতাওয়ায়ে সিন্ধীয়াহ। ২৩) হযরত মাওলানা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহি আলাইহি উনার কিতাব- মজমুয়ায়ে ফতওয়া।
মূলতঃ বর্তমান জামানায় পবিত্র ঈদে মীলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরুদ্ধে ফতওয়া দেওয়ার কেন্দ্রে রয়েছে ইহুদী-নাসারাদের ষড়যন্ত্র। কারণ তারা চায় আমাদের নবীজির মর্যাদা সম্পর্কে মানুষ না জানুক।
The only way to save the Muslim nation from the current crisis is to observe Habibullah Huzoor Pak (ﷺ)'s Sumohan Shan Mubarak e Saiyidul A'yad Shareef and Eid Milad Habibullah (ﷺ)
On the occasion of the arrival of Huzur Pak (ﷺ), a 90-days long special mahfil has been organized at the sacred Rajarbag Dorbar Shareef in Bangladesh.
sm40.com
sunnat.info