নিশ্চয়ই রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ।

আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি পাওয়ার সূত্র কিন্তু খুবই সোজা। জাষ্ট নিয়তটা ঠিক করে নিলেই সহজ হয়ে যায়। 
ধরেন আপনি একজন মানুষ হিসাবে আপনাকে অবশ্যই খাবার খেতে হয়, ঘুমাতে হয়, পরিবারে সময় দিতে হয়, বাথরুমে যেতে হয়, পোশাক পরিধান করতে হয়, রাস্তায় হাঁটতে হয় অনেক কিছু করতে হয়....! 
যদি কাজগুলো সুন্নতের খেয়ালে করেন তাহলে ?
যেমন- পানি পান করছেন ? বসে পান করেন, ৩ ঢোকে পান করেন। 
ভাত খাচ্ছেন? নিয়ত করেন ভাত সুন্নতী খাবার , সুন্নতের খেয়ালে খান, মাছ গোশত, ফল সবজিও অনুরূপ। খাবারটা দস্তরখানায় বিছিয়ে খান, আঙ্গুলটা চেটে খান, খাওয়ার শুরুতে ও শেষে লবন দিয়ে শুরু করেন। 
বাথরুমে যেতেই হবে !!! বাম পায়ে প্রবেশ করেন, ডান পা দিয়ে বের হয়। বসার সময় বাম পায়ে ভর দিয়ে বসেন।
পোশাক পরিধান করবেন? ডান দিক থেকে পরেন, বাম দিক থেকে খোলেন। 
ঘর থেকে বের হবেন? বাম পা দিয়ে বের হন, ঢোকার সময় ডান পা...! 
কথা বলছেন? হাসি মুখে বিনয়ের সাথে বলুন, সালাম দিয়ে কুশল বিনিময় করুন! 
বিবাহিত জীবন ? আহলিয়া সাথে নিয়ে নির্জনে হাঁটুন, হাসিখুশি আলাপচারিতা করুন। 
বাচ্চাকে আদর করুন তাও সুন্নতের খেয়ালে।
আরে ভাই, বৃষ্টি হচ্ছে সে বৃষ্টির স্পর্শও গ্রহন করুন সুন্নতের খেয়ালে....! এছাড়া আরো অসংখ্য বিষয় তা আপনারাও জানেন। মানব জীবনের কোন কাজটা আছে যেটা সুন্নত অনুযায়ী করা যায় না? সবই করা যায় বা করা হয় কিন্তু নিয়তটা করতে মানুষ ভুলে যায়। 
আমরা যদি সুন্নত অনুযায়ী জীবন যাপন করি তাহলে আমরাই হতাম সফলকাম! কারন আল্লাহ পাক বলেছেন,
لَّقَدْ كَانَ لَكُمْ فِى رَسُولِ ٱللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ 
অর্থঃ নিশ্চয়ই রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। (সূরা আহযাব ২১)
আমাদের কি উত্তম আদর্শ গ্রহন করা উচিত নয়?
আর কি কি কাজ সুন্নতের নিয়তে করা যায় সবাই কমেন্টসে লিখুন !

সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: 
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।

حدث رائع في التاريخ في بنغلاديش
 تسعين يوما طويلة المحفل

A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

#90DaysMahfil 
বিস্তারিত দেখুন: 
sm40.com 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট