পাহাড়, বৃক্ষ সবাই নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দিতো, আর মানুষের প্রতি আদেশ থাকার পরও তারা এ ব্যাপারে কত গাফেল…

পাহাড়, বৃক্ষ সবাই নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সালাম দিতো, আর মানুষের প্রতি আদেশ থাকার পরও তারা এ ব্যাপারে কত গাফেল….

হাদীছ শরীফে বর্ণিত আছে,
عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ كُنْتُ مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمَكَّةَ فَخَرَجْنَا فِي بَعْضِ نَوَاحِيهَا فَمَا اسْتَقْبَلَهُ جَبَلٌ وَلاَ شَجَرٌ إِلاَّ وَهُوَ يَقُولُ السَّلاَمُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ
“হযরত আলী ইবনু আবূ তালিব আলাইহিস সালাম থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ ছল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে পবিত্র মক্কা শরীফের কোন এক প্রান্তের উদ্দেশ্যে বের হলাম। তিনি যে কোন পাহাড় বা বৃক্ষের নিকট দিয়ে যেতেন তারা উনাকে “আস-সালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ” বলে অভিবাদন জানাত।”

(দলীল: তিরমিযী শরীফ ৩৬২৬, মিছবাহুস সুন্নাহ ৪৬৩৫, মিশকাতুল মাছাবীহ ৫৯১৯, বিদায়া ওয়ান নিহায়া ৮/৬৯৮)

ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!

সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: 
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।

حدث رائع في التاريخ في بنغلاديش
 تسعين يوما طويلة المحفل

A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

#90DaysMahfil 
বিস্তারিত দেখুন: 
sm40com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট