হুব্বে রসূল বা রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের কি কোন মাপকাঠি আছে?

হুব্বে রসূল বা রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের কি কোন মাপকাঠি আছে? 

নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বত শিখতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের আমলের দিকে তাকাতে হবে। আসুন দেখি হাদীছ শরীফে কি বর্ণিত আছে,
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ يَوْمًا فَجَعَلَ أَصْحَابُهُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَحْمِلُكُمْ عَلَى هَذَا؟ قَالُوا: حَبُّ اللَّهِ وَرَسُولِهِ
“হযরত আবদুর রহমান ইবনু আবূ কুরাদ রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, একদিন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওযূ করলেন। হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগন উনার ওযূর পানি স্বীয় শরীরে মর্দন করতে লাগলেন। হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বললেন, কিসে তোমাদেরকে এ কাজের প্রতি উদ্বুদ্ধ করল? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগন বললেন, আল্লাহ পাক এবং উনার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর মুহব্বত বা ভালোবাসা।” সুবহানাল্লাহ!
(দলীল: শুয়াবুল ঈমান লিল বায়হাকী ৩/১১০: হাদীছ ১৪৪০, মিশকাতুল মাছাবীহ ৪৯৯০)

এখন খুবই ঠান্ডা মাথায় চিন্তা করেন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র ওযূর পানি শরীরে মাখতে হবে এ মর্মে কুরআন শরীফে কি কোন আয়াত শরীফ আছে? না হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কোন আদেশ করেছিলেন? 

তাহলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুমগন কিসের ভিত্তিতে করলেন? উত্তর কিন্তু উনারাই দিয়েছেন, সেটা হচ্ছে মুহব্বত বা ভালোবাসার জন্য। আমরা আখেরী যামানার উম্মতরা সরাসরি নবীজীকে পাচ্ছি না এখন যদি আমারা আমাদের অন্তরের অকুতি থেকে উনার প্রতি ভালোবাসা প্রকাশ করি, উনার শান মান আলোচনা করি, বিলাদত শরীফ পালন করি সেটা কেন প্রশ্নবিদ্ধ করা হবে?

_______
সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: 
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।

حدث رائع في التاريخ في بنغلاديش
 تسعين يوما طويلة المحفل

A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil.

Currently, the 90-days Mahfil is going on in the sacred Rajarbag Dorbar Shareef. Join the mahfil in groups.

Map location- tinyurl.com/Rajarbag-Shareef


#90DaysMahfil 
বিস্তারিত দেখুন: 
sm40com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট