====================================
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্পর্কিত বিষয় মুবারক কত দামী সেটা ঈমান ও মহব্বত দিয়ে চিন্তা করতে হবে।
১. আল্লাহ পাক উনার রাস্তায় জি*হা*দকারী যদি এক সকাল বা এক বিকালে পাহারা থাকে তাহলে দুনিয়ার সব কিছুর চেয়ে সেই পাহারা রত সময়টুকু উত্তম হয় । সুবহানাল্লাহ!
তাহলে স্বয়ং নূরে মুজাসসাম হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করে উনার আগমন উপলক্ষে খুশি হয়ে খরচ করা, ত'জিম তাকরিম করা এবং সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করলে কতটুকু ফজিলত হবে ?
২. জি*হা*দকারী জি*হা*দের ময়দানে কাতার বন্দি হয়ে দারালেই যদি ৬০ বছর ইবাদতের চেয়ে উত্তম হয় !
তাহলে স্বয়ং নূরে মুজাসসাম হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করে উনার আগমন উপলক্ষে খুশি হয়ে খরচ করা, ত'জিম তাকরিম করা এবং সাইয়্যিদুল আ'ইয়াদ শরীফ পালন করলে কতটুকু ফজিলত হবে ?
৩. মু*জা*হিদগন যুদ্ধে যাওয়ার সময় উনাদের পায়ে যে ধুলা লাগে তার দাম কত ? এর দাম হল, সেই পা কখনো জাহান্নামে জাবেনা । সুবহানাল্লাহ!
তাহলে স্বয়ন হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মহব্বত করলে কি হবে ? কারন, নূরে মুজাসসাম হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কারনেই সব কিছুই দামী হয়েছে। সুবহানাল্লাহ!
**** তদ্রুপ, আহলু বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে মহব্বত করা, তা'জিম-তাকরিম করা , উনাদের খিদমত করা এবং উনাদের ছোহবত মুবারকে আসা সেটা কতটুকু ফজিলত কারন হতে পারে ? এর জবাব হল, কায়িনাতের সব কিছুর চেয়েও নিঃসন্দেহে উত্তম। সুবহানাল্লাহ!
কারন, আহলু বাইত শরীফ উনারা হলেন স্বয়ং হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হতে । সুবহানাল্লাহ!
ইলমে জাহির ও ইলমি বাতিন সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন ও আক্বিদা বিশুদ্ধ করতে আজই চলে আসুন ৯০ দিনব্যাপী মাহফিলে পবিত্র ঢাকা রাজারবাগ দরবার শরীফ ।
اخلص دينك يكفك العمل القليل
Currently, the 90-days Mahfil is going on in the sacred Rajarbag Dorbar Shareef. Join the mahfil in groups.
Map location- tinyurl.com/Rajarbag-Shareef
sm40.com
sunnat.info
#90DaysMahfil