নিয়ামত নিয়ে একটু চিন্তা করুন!


নিয়ামত নিয়ে একটু চিন্তা করুন!

যেমন, মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,
وَاذْكُرُوا نِعْمَتَ اللَّهِ عَلَيْكُمْ
অর্থ: তোমরা আল্লাহ পাক উনার নিয়ামতের কথা স্মরন করো ( পবিত্র আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ ১০৩)
অন্যত্রে , মহান আল্লাহ পাক ইরশাদ মুবারক করেন,
وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا ۗ إِنَّ اللَّهَ لَغَفُورٌ رَّحِيمٌ

অর্থ: যদি আল্লাহর নেয়ামত গণনা কর, শেষ করতে পারবে না। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। ( পবিত্র সূরা নহল শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৮)

একটু চিন্তা করুন, মহান আল্লাহ পাক! আপনি আমাকে কতটুকু নিয়ামত দিয়েছেন ? সেটা কিন্তু বলে শেষ করা যাবে না। এক কথায় বলতে হয় যে, মহান আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত উনার সাগরে ডুবিয়ে রাখছেন। সুবহানাল্লাহ!

একথা বলার অপেক্ষা রাখে না যে, আপনি আমি ও সারা কায়িনাত যে নিয়ামত পেয়েছি সেই সব নিয়ামত উনার মধ্যে সব চেয়ে বড় ও সর্বোত্তম নিয়ামত হচ্ছেন হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি । সুবহানাল্লাহ!

আর আল্লাহ পাক বারবার বলেছেন, সে নিয়ামত তথা হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আলোচনা মুবারক করতে, এবং এ নিয়ামত এতবড় নিয়ামত যে, যা আলোচনা ছানা সিফত করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ!

সেই মহান নিয়ামত উনার আগমন উপলক্ষে আলোচনা ও ছানা সিফত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে ৯০ দিনব্যাপী বিশেষ মাহফিল। সুবহানাল্লাহ!

স্থান: যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার 
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।


অতএ দুনিয়ার সমস্ত জীন-ইনসান সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে উক্ত মাহফিলে শারীরিক এবং আর্থিক খেদমতের আনজাম দেয়া ।
শরীক হতে বিকাশ, 01718740742

90-Days Azimushshan Mahfil Honorary Founding Patrons:
======================
Saiyiduna Mamduh Hazrat Murshid Qibla
Alaihis Salam who is the respected Shaykh
Rajarbag Dorbar Shareef.


A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

বিস্তারিত জানুন: SM40.com
সুন্নতী সামগ্রীর বিপুল সমাহার: Sunnat.info
#90DaysMahfil

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট