অন্তর দিয়ে চিন্তা করুন! আপনাকেই বলছি!

অন্তর দিয়ে চিন্তা করুন!
আপনাকেই বলছি! 
=============================

আপনি যদি কোটি বছর‌ও "লা-ইলাহা ইল্লাল্লাহ" কালিমা শরীফ পাঠ করেন তারপরেও আপনি ঈমানদার হতে পারবেন না ! 
যতক্ষণ না আপনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি ঈমান আনবেন অর্থাৎ, "মুহম্মদুর রসূলুল্লাহ" (ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পাঠ না করবেন।

এখন‌, আসুন আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি সেটা হলো , সেই হাবীব, মাহবুব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনে খুশি প্রকাশ করবো সেটা কিভাবে বিদয়াত বা নাযায়েজ হতে পারে ? 

বিনা দলিলে জায়েজ তো অবশ্যই বরং ফরজ ওয়াজিব উনার অন্তর্ভুক্ত। 

তাই বলি এই সব বিদয়াত নাজায়েজ না বলে নবীজী উনাকে পাওয়ার কারনে খুশি প্রকাশ করে সর্বোচ্চ খরচ করুন 'হলফ' করে বলতে পারি নিঃসন্দেহে দুনিয়া ও আখিরাতে সর্বোচ্চ কামিয়াবি লাভ করবেন এতে কোন সন্দেহ নেই । ইনশাআল্লাহ!

বিশেষ দাওয়াত!!!
খুশি মুবারক প্রকাশ করে ঢাকা রাজারবাগ দরবার শরীফে ৯০ দিন ব্যাপী বিশেষ মাহফিল উনার আয়োজন করা হয়েছে। 

উক্ত নিয়ামতপূর্ণ মাহফিলে আর্থিক ও শারীরিক খেদমতের আনজাম দিয়ে সর্বোচ্চ কামিয়ামী হাসিল করুন । বিকাশ, 01718740742

90-Days Azimushshan Mahfil Honorary Founding Patrons:
======================
Saiyiduna Mamduh Hazrat Murshid Qibla
Alaihis Salam who is the respected Shaykh
Rajarbag Dorbar Shareef.

بنگلہ دیش میں رونما ہونے والا تاریخ کا ایک شاندار واقعہ: ٩٠ دن طویل محفل
A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

বিস্তারিত জানুন: SM40.com
সুন্নতী সামগ্রীর বিপুল সমাহার: Sunnat.info
#90DaysMahfil 


শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট